স্তব্দ
রাতের বেলা ধরার মাঝে
আঁধার চাদর ফেলে,
মনের মাঝে অচিন ব্যাথা
মুড়মুড়িয়ে খেলে।
ঘুমের তরে সুখের পাতা
বন্ধ হয়ে আসে,
প্রেমের তরে মনের ব্যাথা
স্তব্দ হয়ে ভাসে।
ঘুম আসেনা ঘুম আসেনা
এই দুটি চোখে,
চোখের পানিতে বালিশ ভিজে
একি কেউ দেখে!
আঁধার চাদর ফেলে,
মনের মাঝে অচিন ব্যাথা
মুড়মুড়িয়ে খেলে।
ঘুমের তরে সুখের পাতা
বন্ধ হয়ে আসে,
প্রেমের তরে মনের ব্যাথা
স্তব্দ হয়ে ভাসে।
ঘুম আসেনা ঘুম আসেনা
এই দুটি চোখে,
চোখের পানিতে বালিশ ভিজে
একি কেউ দেখে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম. গোলাম মাহমুদ শিশির ০৩/০১/২০১৪খুব ভাল লাগল। আমার সাইট www.gangchil.com এ ঘুরে আসার নিমন্ত্রন রইল। এটা গল্প-কবিতা আসরের সাইট। পছন্দ হবে নিশ্চই। এখানে নিবন্ধন করে আপনার লেখাও প্রকাশ করতে পারেন।
-
אולי כולנו טועים ০৩/০১/২০১৪sundor