তারুণ্য তোমার প্রতি
বয়সে আমি তরুণ। সম্পৃক্ত আমি তারুণ্যে। তবো মননে কি নবোজাতক শিশু!
যে শিশুর আদলে অনেক স্বপ্ন সম্ভাবনা সুপ্ত থাকে যা বিকশিত করতে তারুণ্যের দ্বারপ্রান্তে।
তারুণ্য! তুমি সবার মাঝে তারুণ্য এনে দিবে। শিশুর খোলসে তারুণ্য বৃদ্ধের খোলসে তারুণ্য কিশোরের খোলসে তারুণ্য তরুণের খোলসে তারুণ্য। সমাজের আদলে তারুণ্য সাহিত্যের মাঝে তারুণ্য এনে দিবে .
তারুণ্য! মননে তারুণ্য হৃদয়ে তারুণ্য অস্থিত্বে তারুণ্য।
যখন জীবনের সব স্তরে এসে যাবে তারুণ্য তখন শোভন ধরা ভরে যাবে ফুলেল মোহে ও অসাধারন সম্ভাবনায়।
জীবনের স্রোতধারায় এসে যাবে তারুণ্যের আবহ। বদলে যাবে সমাজ ঘুচে যাবে অনৈতিকতার প্রবল চোরাবালি। ভরে যাবে গোলাবে গোলাবে এই বসুন্ধরা.......
যে শিশুর আদলে অনেক স্বপ্ন সম্ভাবনা সুপ্ত থাকে যা বিকশিত করতে তারুণ্যের দ্বারপ্রান্তে।
তারুণ্য! তুমি সবার মাঝে তারুণ্য এনে দিবে। শিশুর খোলসে তারুণ্য বৃদ্ধের খোলসে তারুণ্য কিশোরের খোলসে তারুণ্য তরুণের খোলসে তারুণ্য। সমাজের আদলে তারুণ্য সাহিত্যের মাঝে তারুণ্য এনে দিবে .
তারুণ্য! মননে তারুণ্য হৃদয়ে তারুণ্য অস্থিত্বে তারুণ্য।
যখন জীবনের সব স্তরে এসে যাবে তারুণ্য তখন শোভন ধরা ভরে যাবে ফুলেল মোহে ও অসাধারন সম্ভাবনায়।
জীবনের স্রোতধারায় এসে যাবে তারুণ্যের আবহ। বদলে যাবে সমাজ ঘুচে যাবে অনৈতিকতার প্রবল চোরাবালি। ভরে যাবে গোলাবে গোলাবে এই বসুন্ধরা.......
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এফ সাকি ০১/০১/২০১৪অপূর্ব!!! চমৎকার!! শুকরিয়া! ..................... তবে তারুণ্যের পুনরুক্তি একটু শ্রুতিকটু মনে হচ্ছে।