লোভী মন
আজ তুমি উড়ন্ত প্রজাপতি
উড়ে বেড়ায় নানান ফুলে
মধু ফুরালে যাও তাকে ভুলে
স্বপ্ন দেখাও কুলে কুলে
স্বপ্ন ভাঙ্গ আবার কোন সে মূলে ।
তৃস্না তোর মন ভরা
উড়ে বেড়াও কোন সে লোভে
নেই কি তোর পিছু টান
নেই কি তোর হাত করা-
মানুষ বোঝার বাধা বান ।
উড়ে বেড়ায় নানান ফুলে
মধু ফুরালে যাও তাকে ভুলে
স্বপ্ন দেখাও কুলে কুলে
স্বপ্ন ভাঙ্গ আবার কোন সে মূলে ।
তৃস্না তোর মন ভরা
উড়ে বেড়াও কোন সে লোভে
নেই কি তোর পিছু টান
নেই কি তোর হাত করা-
মানুষ বোঝার বাধা বান ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ ফারুক হোসাইন ১৯/০১/২০২০ধন্যবাদ
-
আব্দুল হক ১৯/০১/২০২০সত্য বাক্য
-
হাসান আল মাহদী ১৮/০১/২০২০সুন্দর লিখেছেন,, শুভ কামনা প্রিয়কবি
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১৮/০১/২০২০ভালো।