www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আভেগী ভালোবাসা

তুমি যদি বলো দূর আকাশের-
মেঘ হতে
তবে আমি হবো
তোমায় ছায়া দেওয়ার জন্য ।

তুমি যদি চাও বৃষ্টি হয়ে ঝড়ি-
তবে আমি ঝড়বো
তোমাকে উষ্ণতায় ছুয়ে দিতে ।

তুমি যদি বলো শিশির হতে
তবে ঘাসের উপর জমে থাকবো
তোমার পা-কে একটু ছুয়ে দিতে ।

তুমি যদি মরতে বলো , পানিতে ডুবে
তাহলে আমি মরবো
তুমি দেখতে আসবে বলে ।

তুমি যদি গাইতে বলো,কষ্টের গান
আমি গাইবো সে গান
তুমি শুনে কাদবে বলে ।

তুমি যদি চাও-
আমি ঝড়না হবো
তুমি আনন্দে মেতে থাকবে বলে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast