www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বলতে চাই ভালোবাসি

দেখেছি যখন
মনে মনে ভাবিনি কিছু তখন
কিন্তু ,
কি হলো এখন
মনে পড়ে যখন তখন ।

তোমারো কি পরে মনে
আমার পরে যেমন ,
বলো কবে কথা হবে
যাবে অভিমান ভুলে ,
সেই আশায় পথে দাড়িয়ে
যদি দাও হাত দু-টি বাড়িয়ে ।

ভুলে থেকো না লোকের ভিড়ে তে
ফিরিয়ে দিও না আমাকে
বসে আছি একটি কথাতে
ভালোবাসি শুধু তোমাকে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast