বিদায় বেলা
এই পৃথিবীর রবি আর কবি
এক দিন হবে দেয়ালের ছবি ,
সেদিন পড়বে আশ্বাস
ফেলবে প্রশ্বাস ,
বলবে সবাই একই শ্বাসে
মিঠবেনা তবু দেখার আস ।
নেই কবি দুনিয়ার বুকে
ঘুমিয়ে আছে সে সুখে
গভির মাঠির বুকে ।
কাদবে স্বজন
ডাকবে ভূবন
আসবে না আর ফিরে
পুরানো হবে তার বাণী
নতুন কবির নতুন বাণীর ভীরে ।
করবে স্বরন
মালায় বরণ
তোমার আপন জন
আসবে জল চোখের কোণে
কাদবে তখন মন ।
ভোরের সকালে ওঠলে রবি
বলবে সবাই
তুমিই মহান তুমিই বীর
আমাদের শ্রেষ্ঠ কবি ।
এক দিন হবে দেয়ালের ছবি ,
সেদিন পড়বে আশ্বাস
ফেলবে প্রশ্বাস ,
বলবে সবাই একই শ্বাসে
মিঠবেনা তবু দেখার আস ।
নেই কবি দুনিয়ার বুকে
ঘুমিয়ে আছে সে সুখে
গভির মাঠির বুকে ।
কাদবে স্বজন
ডাকবে ভূবন
আসবে না আর ফিরে
পুরানো হবে তার বাণী
নতুন কবির নতুন বাণীর ভীরে ।
করবে স্বরন
মালায় বরণ
তোমার আপন জন
আসবে জল চোখের কোণে
কাদবে তখন মন ।
ভোরের সকালে ওঠলে রবি
বলবে সবাই
তুমিই মহান তুমিই বীর
আমাদের শ্রেষ্ঠ কবি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩১/১২/২০১৯জেনুইন
-
পি পি আলী আকবর ২৮/১২/২০১৯সুন্দর
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৭/১২/২০১৯সুন্দর প্রকাশ ভঙ্গিমা।
-
sudipta chowdhury ২৬/১২/২০১৯Some people don't care their loving persons when they are alive. Only they can feel the existence of their loving persons after death