www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিদায় বেলা

এই পৃথিবীর রবি আর কবি
এক দিন হবে দেয়ালের ছবি ,
সেদিন পড়বে আশ্বাস
ফেলবে প্রশ্বাস ,
বলবে সবাই একই শ্বাসে
মিঠবেনা তবু দেখার আস ।

নেই কবি দুনিয়ার বুকে
ঘুমিয়ে আছে সে সুখে
গভির মাঠির বুকে ।

কাদবে স্বজন
ডাকবে ভূবন
আসবে না আর ফিরে
পুরানো হবে তার বাণী
নতুন কবির নতুন বাণীর ভীরে ।

করবে স্বরন
মালায় বরণ
তোমার আপন জন
আসবে জল চোখের কোণে
কাদবে তখন মন ।

ভোরের সকালে ওঠলে রবি
বলবে সবাই
তুমিই মহান তুমিই বীর
আমাদের শ্রেষ্ঠ কবি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast