সুখ
দুঃখের পরে সুখ আসে
সুখের পরে দুখ
এই নিয়ে ভাই গড়া যে
সব মানুষে বুক ।
সুখ আমার চলে গেছে
দুঃখ আমায় ঘিরে
কেন যে সুখ চলে গেল
দুঃখ আমায় ঘিরে রইলো
কি যে এর কারন ।
কোন ভুলে সুখ ছাইড়া রইলো
কি পাপের প্রতিশোধ নিল
দুঃখ দিয়ে সুখ নিলো
সুখ বুঝি তাই আমারে বিদায় দিলো ।
সুখের পরে দুখ
এই নিয়ে ভাই গড়া যে
সব মানুষে বুক ।
সুখ আমার চলে গেছে
দুঃখ আমায় ঘিরে
কেন যে সুখ চলে গেল
দুঃখ আমায় ঘিরে রইলো
কি যে এর কারন ।
কোন ভুলে সুখ ছাইড়া রইলো
কি পাপের প্রতিশোধ নিল
দুঃখ দিয়ে সুখ নিলো
সুখ বুঝি তাই আমারে বিদায় দিলো ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩১/১২/২০১৯গ্রেট
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৯/১২/২০১৯জীবন - সুখ আর দুঃখের জোয়ার ভাটায় প্রবাহিত নদীরমত।
-
মোহাম্মদ ফারুক হোসাইন ২৭/১২/২০১৯thanks dear sudipta and dear sovon
-
sudipta chowdhury ২৬/১২/২০১৯In human life sadness becomes unbearable when we get pain from our loving persons.
-
মাহামুদুল হাসান শোভন ২৬/১২/২০১৯দ :খ টা অস্বাভাবিক না