www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিয়ের সুর

বেজেছে সানাই
সেজেছে কনে,
আসবে বর, করবে আপন
কাদবে স্বজন, হাসবে জীবন ।

মিষ্টি কথায় বলতে চাইলে
আপন স্বজন যায় সে ভুলে
সদ্য ফুলে, টাকার মূলে
যে কনে কে নেয় তুলে
সে তো নয় আপন তিলে ।

আমরা চাই এমন জাতী
আপন স্বজন হাসতে হাসতে
কনে যায় বরের সাথে ,
অচিন পুরে নব সাজে
সেদিন যাবে নতুন কাজে
নতুন স্বপ্নে নব আশা
জমাবে দু-জনের ভালোবাসা ।

বলবে বর , শুনবে কনে
আজ থেকে নতুন জীবন দু-জনে
তোমার মাঝে আমি আর-
আমার মাঝে তুমি
কবুল পরে হলাম এখন
দু-জনে এক জোটি
ভুল হলে সুদ্রে নিব-
মোদের সব ত্রুটি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast