ক্ষমা
রাতের আঁধারে মনের মিনারে
ব্যথা বুকে কাঁদি একা,
জানে অন্তর্যামী কত পাপী আমি
কপালে নাই ক্ষমা লেখা।
সেকেলে রাত মিটে না যে স্বাদ
বলছে যে চাঁদ কথা,
হ্নদয় চিতায় দাওগো চাপা
মনের সকল ব্যথা।
কলঙ্ক যে ভাই আমারো আছে
চেয়ে দেখ মোর গায়,
আছে কিগো বল ছিঁটেফোটা তার
আমারই জ্যোৎস্নায়।
কেন তবে হায় কিসের আশায়
করো বিনিদ্র রজনী পার,
তিক্ত ব্যথা স্মরণ করে ঘুচে কি
তোমার বিষাদ ভার?
দগ্ধ হ্নদয়ে প্রভাত আলোয়ে
ঘুচাও মনের অমা,
হেনকালে পাপ হয়ে যাবে মাফ
প্রভু করবে তোমায় ক্ষমা।
ব্যথা বুকে কাঁদি একা,
জানে অন্তর্যামী কত পাপী আমি
কপালে নাই ক্ষমা লেখা।
সেকেলে রাত মিটে না যে স্বাদ
বলছে যে চাঁদ কথা,
হ্নদয় চিতায় দাওগো চাপা
মনের সকল ব্যথা।
কলঙ্ক যে ভাই আমারো আছে
চেয়ে দেখ মোর গায়,
আছে কিগো বল ছিঁটেফোটা তার
আমারই জ্যোৎস্নায়।
কেন তবে হায় কিসের আশায়
করো বিনিদ্র রজনী পার,
তিক্ত ব্যথা স্মরণ করে ঘুচে কি
তোমার বিষাদ ভার?
দগ্ধ হ্নদয়ে প্রভাত আলোয়ে
ঘুচাও মনের অমা,
হেনকালে পাপ হয়ে যাবে মাফ
প্রভু করবে তোমায় ক্ষমা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৫/১২/২০১৪প্রভু আমাদের সবাইকে ক্ষমা করবে এটাই আমাদের আশা। প্রথম লেখা। খুব ভালো লিখেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো। তারুন্যে স্বাগতম। আশা করি নিয়মিত এরকম সুন্দর সব লেখা পাবো। ভালো থাকবেন।
-
আবিদ আল আহসান ১৪/১২/২০১৪অনেক ভালো লাগলো
-
অ ১৪/১২/২০১৪সুন্দর হয়েছে ।
-
অনিরুদ্ধ বুলবুল ১৩/১২/২০১৪"হৃদয় চিতায় দাও গো চাপা
মনের সকল ব্যথা" - ভাল লাগল।
অভিনন্দন ও শুভেচ্ছা কবি। -
মুহাম্মদ মাসউদ ১৩/১২/২০১৪দারুণভাবে লিখেছেন ভাই।
ভালোলেগেছে।