www.tarunyo.com

যারা শেয়ার ব্যেবসা ( আইপিও ) করেন তাদের জন্য দরকারি একটা সাইট।

যারা এই "লসের শেয়ার মার্কেটে" এখন সেকেন্ডারি শেয়ার ব্যেবসা না করে শুধু "কোন প্রকার ঝুঁকি না থাকার কারনে" বিও অ্যাকাউন্ট খুলে শুধু আইপিওতেই আবেদন করছেন তাদের এ সাইটি খুব কাজে লাগবে।

এখন আমরা আইপিও ফর্ম কিনে তা হাতে পূরন করে জমা করি। এই পূরন করার কাজটাই আপনি ipoapply.com থেকে সরাসরি ফ্রীতে করতে পারবেন।

কাজটা করা খুব সহজঃ
- প্রথমে সাইন আপ করে লগ ইন করবেন।
- আপনার বিও অ্যাকাউন্ট যোগ করবেন।
- এর পর Generate General Form এ ক্লিক করে কোম্পানির নাম ও বিও অ্যাকাউন্ট সিলেক্ট করে Generate IPO Form এ ক্লিক করলেই আপনার ফর্ম পূরন হয়ে পিডিএফ ফাইল হিসেবে আপনার কম্পিউটার এ ডাউনলোড হয়ে যাবে। এর পর শুধু প্রিন্ট করে সাইন করে জমা করে দিবেন।

আপনার বিও অ্যাকাউন্ট এর তথ্য এক বার সঠিক ভাবে যোগ করলে আপনার আইপিও ফর্ম ভূল হবার কোন সম্ভবনাই আর থাকবে না। ভূল ফর্ম জমা দেওয়া যে কি ঝামেলা তা যে এক বার করেছে সে জানে।

সাইটের ঠীকানাঃ ipoapply.com
আশা করি সাইটি আপনার কাজে লাগবে।
বিষয়শ্রেণী: তথ্যপ্রযুক্তি
ব্লগটি ১০৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast