www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মহামারি করোনা

মোরা হয়ে আছি পরাধীন,
কবে যে হবো স্বাধীন।
অদৃশ্যমান করোনার উৎসর্গ,
বিধাতার প্রদত্ত গজব থেকে।
আতংক, ক্লান্ত, অবসাদ একঘেয়েমি,
সব লেগে আছে তাতে।
গোটা জাতির নীড়ে,
করেছে বসবাস এই মহামারী।
অর্থনীতির চাকায় লেলিয়ে দিলো,
অগ্নীশিখার আগুন।
মৃত্যুপুরী বানিয়েছে জগত টাকে তিনি,
তাহার নাম করোনা মহামারী।
বৈশ্বিক এই দুঃসময়ে আহা কি যে করি,
সকল সৃষ্টজীব করছে আহাজারি।
মানব সভ্যতা আজ নিঃসাড় নিস্তদ্ধ,
প্রত্যেক রন্ধে, রন্ধে নিভে যাচ্ছে,
জীবন্ত শ্বাসখানি!
প্রত্যেক দেশে রাষ্ট্রীয়,
অধ্যাদেশে হচ্ছে জারি।
লকডাউন আর নিরাপদে,
থাকার জন্য দিচ্চে বাণী।
দুঃসময়ে দিচ্ছ যারা শ্রম তারা হলো,
সূর্যসন্তান স্বশস্ত্র বাহিনী।
পুলিশ সেনা আনসার হচ্ছে,
সেবার বাহন খানি।
এই সময়ের মহানায়ক হলেন যারা,
তারা হলেন দুঃসময়ের কান্ডারী!
এই করোনা মানলেনা,
কোন ধর্ম বর্ণ,গোত্র!
কৃষ্ণাঙ্গ শ্রেতাঙ্গ,
সর্বাঙ্গে করেছে তিনি ভুক্ত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Md. Rayhan Kazi ১৩/০৭/২০২০
    বাহ্ চমৎকার
    • ওমর ফারুক ১৪/০৭/২০২০
      আলহামদুলিল্লাহ্‌, অসংখ্য ধন্যবাদ প্রিয়।
      দোয়া করবেন, এই নিয়ে কবিতা টা দুই বার দুই পত্রিকায় প্রকাশিত হলো।আপনাদের ভালোবাসা নিয়ে অনুপ্রেরিত হয়ে এগিয়ে যেতে চাই।
  • ফয়জুল মহী ১২/০৭/২০২০
    কথা অতি সহজ সরল ও নন্দিত  ভাবে  উপস্থাপন
    • ওমর ফারুক ১৪/০৭/২০২০
      অসংখ্য ধন্যবাদ, দোয়া করবেন প্রিয়।
      সু নিপুন ভাবে যাতে ফুটিয়ে তুলতে পারি।
  • কবীর হুমায়ূন ১২/০৭/২০২০
    ভালো কবিতা। শুভ কামনা।
 
Quantcast