খোলা আকাশের নিচে
খোলা আকাশের নিচে বসে তুমি, আমি—
তারার আলোয় ঝলমল করছে পৃথিবীখানি।
নিঃশব্দ রাতে মিশে আছে গভীর বাতাস,
মনে হয় যেনো কিছু বলতে চাইছো তুমি।
চাঁদের আলোয় মুখের দিকে তাকিয়ে দেখি,
তোমার চোখে ঝিকিমিকি স্বপ্নের রং,
শান্ত নদীর মতোন গভীর, তবু চলমান,
তুমি কি জানো, আমার হৃদয়েও উঠছে ঢেউ?
হাওয়ায় ভাসছে আমাদের নিঃশ্বাসের গান,
শব্দহীন, তবু প্রতিটি ছন্দে প্রেমের মান।
তুমি কাছে আসো, আমি সরে যাই,
তবুও দুজনের মাঝখানে আকাশটা রয়েই যায়।
ওই দূরে বাতাসের নাচন, গাছের ফিসফাস,
মনে হয় সব শুনছে তারা, তবু বলছে না।
তোমায় ছুঁয়ে দেখার ইচ্ছে ভরে আমার বুক,
তবু আজও হয় না পূর্ণ সেই অজানা স্বপ্নের সুখ।
খোলা আকাশের নিচে তুমি, আমি—
তবু যেন ছড়িয়ে আছে একটি অমোঘ বাঁধন,
যেখানে প্রেম একটুখানি লুকিয়ে রেখে যায়
তুমি আর আমি আজও অর্ধেক বলা কথায়।
তারার আলোয় ঝলমল করছে পৃথিবীখানি।
নিঃশব্দ রাতে মিশে আছে গভীর বাতাস,
মনে হয় যেনো কিছু বলতে চাইছো তুমি।
চাঁদের আলোয় মুখের দিকে তাকিয়ে দেখি,
তোমার চোখে ঝিকিমিকি স্বপ্নের রং,
শান্ত নদীর মতোন গভীর, তবু চলমান,
তুমি কি জানো, আমার হৃদয়েও উঠছে ঢেউ?
হাওয়ায় ভাসছে আমাদের নিঃশ্বাসের গান,
শব্দহীন, তবু প্রতিটি ছন্দে প্রেমের মান।
তুমি কাছে আসো, আমি সরে যাই,
তবুও দুজনের মাঝখানে আকাশটা রয়েই যায়।
ওই দূরে বাতাসের নাচন, গাছের ফিসফাস,
মনে হয় সব শুনছে তারা, তবু বলছে না।
তোমায় ছুঁয়ে দেখার ইচ্ছে ভরে আমার বুক,
তবু আজও হয় না পূর্ণ সেই অজানা স্বপ্নের সুখ।
খোলা আকাশের নিচে তুমি, আমি—
তবু যেন ছড়িয়ে আছে একটি অমোঘ বাঁধন,
যেখানে প্রেম একটুখানি লুকিয়ে রেখে যায়
তুমি আর আমি আজও অর্ধেক বলা কথায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ০৭/১১/২০২৪Sundor vabna
-
ইকরামুল শামীম ০৪/১১/২০২৪অসাধারণ।
-
নাসিফ আমের চৌধুরী ০২/১১/২০২৪বেশ সুন্দর।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/১১/২০২৪খুব সুন্দর লিখেছেন।
-
ফয়জুল মহী ৩১/১০/২০২৪অপূর্ব রচনাশৈলী