জীবনটা
কখনো হাসি, কখনো কান্না,
জীবনটা ঠিক যেন এক গানের সুর,
মনের ভেতর বাজে অভিমান,
আবার কখনো শান্তির নীরব দুর।
জীবন জুড়ে বয়ে যায় নদী,
কখনো সুখে, কখনো ব্যথায় ভাসায়,
মনের সাথে মনের সেই খেলায়,
হৃদয় কখনো সুখের গান গায়।
কিছু সম্পর্ক থাকে দূরের ভিড়ে,
কিছু ভালবাসা ধরা দেয় না তবু,
কখনো কাছে আসে হাতের মুঠোয়,
আবার হারিয়ে যায় এক মায়াবী ঢেউ।
মা-বাবা, সন্তান, সম্পর্কের টান,
জীবনটা তাদের নিয়ে এগিয়ে চলে,
কখনো তিক্ত, কখনো মধুর স্মৃতি,
তবুও ভালোবাসার রোদ ছায়া মিলে।
এই তো জীবন, এই তো গতি,
কখনো সুখের ছোঁয়া, কখনো দুঃখের বাঁধন,
মন খুঁজে পায় একটু আশ্রয়,
এই ভালোবাসার নিঃশব্দ গান।
জীবনটা ঠিক যেন এক গানের সুর,
মনের ভেতর বাজে অভিমান,
আবার কখনো শান্তির নীরব দুর।
জীবন জুড়ে বয়ে যায় নদী,
কখনো সুখে, কখনো ব্যথায় ভাসায়,
মনের সাথে মনের সেই খেলায়,
হৃদয় কখনো সুখের গান গায়।
কিছু সম্পর্ক থাকে দূরের ভিড়ে,
কিছু ভালবাসা ধরা দেয় না তবু,
কখনো কাছে আসে হাতের মুঠোয়,
আবার হারিয়ে যায় এক মায়াবী ঢেউ।
মা-বাবা, সন্তান, সম্পর্কের টান,
জীবনটা তাদের নিয়ে এগিয়ে চলে,
কখনো তিক্ত, কখনো মধুর স্মৃতি,
তবুও ভালোবাসার রোদ ছায়া মিলে।
এই তো জীবন, এই তো গতি,
কখনো সুখের ছোঁয়া, কখনো দুঃখের বাঁধন,
মন খুঁজে পায় একটু আশ্রয়,
এই ভালোবাসার নিঃশব্দ গান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ২৭/১১/২০২৪অসাধারণ জীবন ভাবনা।
-
আলমগীর সরকার লিটন ৩০/১০/২০২৪জীবনধারায় অনেক শুভেচ্ছা রইল
-
শ.ম. শহীদ ৩০/১০/২০২৪স্বপ্ন কত ভেঙ্গে হচ্ছে চুর
তবু জীবন ভাবি সুমধুর!
অসামান্য ভাবের প্রকাশ ঘটেছে কবিতায়। আন্তরিক শুভেচ্ছা রইলো। -
ফয়জুল মহী ৩০/১০/২০২৪সৃজনশীল