www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজব দেশ

আজব দেশের গল্প শুনো,
শুণ্যে মানুষ ভাসে ৷
সুখের মাঝে রোদন নামে,
দুঃখে সবাই হাসে ৷

শূণ্যে শুণ্যে এক হয় সেথায়—
চারে চারে দুই ৷
জলের নিচে বাবুই-চড়াই,
উড়ে কাতাল-রুই ৷

ঝিঙ্গে লতায় লাউ ধরে
আর লাউয়ের গাছে শিম ৷
মুরগিরা সব বাছুর দেয়,
গরু পাড়ে ডিম ৷

অমাবশ্যায় জোনাক জ্বলে;
বেজায় লাগে ভালো ৷
সন্ধ্যা নামতেই নিকষ আঁধার,
পূর্ণিমা ঘোর-কালো ৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মন্তব্য করার ভাষা পাচ্ছি না তবে এটুকু বলি এতটাই ভালো হয়েছে প্রিয়তে রেখে দিলাম.................
  • মোঃ আবদুল করিম ১৬/১১/২০১৪
    খুবই ভালো লাগলো,চমৎকার লিখেছেন ।
  • মোহাম্মদ তারেক ১৬/১১/২০১৪
    পাঠের সাথে সাথে পাঠক অজান্তেই চলে যায় আপনার সৃষ্ট সে আজব দেশে। চমৎকার....
  • অনিরুদ্ধ বুলবুল ১৫/১১/২০১৪
    ভারি মজার দেশ তো!
    খুব সুন্দর আজব দেশের কবিতা পড়লাম, অভিনন্দন।
    বানানে নজর দিন কবি: শূণ্যে, রোদন...

    শুভেচ্ছা নিন -
    • রহিমুল্লাহ শরিফ ১৮/১১/২০১৪
      ধন্যবাদ ৷ আপনার পরামর্শ অনেক ভাল লাগল ৷ মনে হল, কিছু একটা পেলাম ৷
  • একনিষ্ঠ অনুগত ১৫/১১/২০১৪
    গরু পাড়ে ডিম... খুব মজা পেলাম লেখাটি পড়ে।।
  • আজব দেশের গল্প ভালো লাগলো....
 
Quantcast