www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেরা (২য় পর্ব)

(০২)
সিরাজুল ইসলাম ৷ পাড়ার ছেলদেদের প্রিয় মুখ
একনামে ‘সাজু ভাই‘ ৷ খুবই মিশুক একজন মানুষ ৷ এই ক‘দিনে এখানকার
ছেলে -বুড়ো সবার তার গড়ে উঠেছে দারুণ
আন্তরিক সম্পর্ক ৷ বিশেষ করে প্রতিবেশিদের সাথে তার নিভিড় সম্পর্ক বলার মত ৷
এদেশের মাটিতে সে আত্মার পরম আত্মীয়দের
ঘ্রাণ খুজে পায় ৷
এখানে প্রতিটি নি:শ্বাসে সে নিজের অস্থিত্বের
সন্ধান অনুভব করে ৷ পাড়ার ছেলেদের যখন
মাঠে খেলতে দেখে, সে ফিরে যায় আঠারো বছর
আগে ফেলে যাওয়া তার স্মৃতি বিজড়িত কৈশরে ৷
উঠতি বয়সের ছেলে মাঠে ক্রিকেট, ফুটবল খেলে ৷
সাজু ভাই মাঠে এক কোনে বসে তাদের
খেলা দেখে—দ্বীগুণ আনন্দ পায় ৷ সে তাদের
মাঝে নিজেকে খুজে ফিরে ৷ নিজের অজান্তে তার
দুই চোখ ভরে উঠে ৷

শৈশবে তার বাবা মারা যান ৷ একমাত্র বোনটিরও
বিয়ে হয়ে গেছে ৷ বাড়ীতে মা আর সে ৷ একটু বড়
হলেই দূর-সম্পর্কের এক মামার
ছেলে বনে পাড়ি জমায় সিঙ্গাপুর ৷ যাওয়া র দুই
বছেরর মাথায় যখন মায়েরও মৃত্যুর খবর পায়,
মনে হয়েছিল তার যেন পৃতিবীতে আর হারাবার
কিছুই বাকি নেই ৷ সেই থেকে আর
ফেরা হয়ে উঠেনি এই মাতৃভুমিতে ৷
গুনে গুনে আঠারো টি বসন্ত কেটেছে সেই অচিন
বিভুঁই সিঙ্গাপুরে ৷
এতো বছর পর কেন যেন, শিকড়ের মায়ায়
প্রাণে টান পড়ল তার ৷ মাতৃভুমির টান ৷
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৮৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast