www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চির ভাস্বর

অজানা দিগন্তের আহ্বানে
সাড়া দিয়ে তুমি পা বাড়ালে ৷
অবিরাম এ যাত্রায় হয়তো
পড়ে যাবে মনের আড়ালে ৷

আসমুদ্র-হিমাচল ভ্রমে যেদিন
তুমি খুজে পাবে দিগন্তের ছায়া ৷
কেটে যাবে সেদিন, হয়তো
কেটে যাবে যত ছিল মায়া

জানি, তুমি সন্ধা-তারা হয়ে
জলবে না আর মিটিমিটি করে ৷
তবু তুমি রয়ে যাবে হৃদয়ে,
চির-ভাস্বর গড়ে ৷,
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast