একটি সপ্নের অপমৃত্যু
মুক্ত হয়ে লিখতে যাব
একটি কবিতা,
এমন সময় পড়ল চোখে
রঙিন ছবিটা।
শিল্পী তাতে আঁকছে কত
নানান রকম ফুল!
কারো পানে নূয়ে আছে
একটি আলোর ফুল।
পাঁপড়ি মেলা ফুলটি যেন
ছড়াবে সুবাস,
মন-কাননে উঁকি দিয়ে
করবে হৃদে বাস।
তার সৌরভ কাটবে বুঝি
অতীতের আঁধার,
জীবন তীরে আনবে বয়ে
নন্দনী বাহার।
আলোর ফুলের আলোক দিয়ে
সাজাব জীবন।
তাইতো তারে করব আজি
সাদরে বরণ।
গভীরে আজ নিয়ে গেল
এমন ভাবনা।
কাঙ্খিত সেই কবিতা আর
লেখা হলনা।
একটি কবিতা,
এমন সময় পড়ল চোখে
রঙিন ছবিটা।
শিল্পী তাতে আঁকছে কত
নানান রকম ফুল!
কারো পানে নূয়ে আছে
একটি আলোর ফুল।
পাঁপড়ি মেলা ফুলটি যেন
ছড়াবে সুবাস,
মন-কাননে উঁকি দিয়ে
করবে হৃদে বাস।
তার সৌরভ কাটবে বুঝি
অতীতের আঁধার,
জীবন তীরে আনবে বয়ে
নন্দনী বাহার।
আলোর ফুলের আলোক দিয়ে
সাজাব জীবন।
তাইতো তারে করব আজি
সাদরে বরণ।
গভীরে আজ নিয়ে গেল
এমন ভাবনা।
কাঙ্খিত সেই কবিতা আর
লেখা হলনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রহিমুল্লাহ শরিফ ২৬/০১/২০১৪স্বপ্ন সে স্বপ্নই ছিল ৷ অনস্পর্শই আছে ৷
-
আহমদ বিন নুরুল ইসলাম ২৬/০১/২০১৪স্বপ্নটির অপমৃত্যু তো দূরে-ই থাক;মৃত্যুও তো হল না । দিব্যি বেঁচে- তো আছে সে।