মৃত তুমি
সাগরতলায় কদম ফুল পাওয়া যায় না,
তাই ভেলায় চড়া হচ্ছেনা।
নাগরদোলায় তোমার চুল হাওয়া খায় না,
তাই মেলায় ঘুরা হচ্ছেনা।
শীতের রাতে তোমায় জড়িয়ে ধরা যাচ্ছে না,
তাই বসন্ত বাসা বাঁধছেনা।
মৃতের সাথে আমায় পুড়িয়ে ফেলা যাচ্ছে না,
তাই অনন্ত আশা কাঁদছেনা।
আমি চললাম, আমার পথে
তুমি পিছু ফিরে চেয়ে রও।
আমি চললাম, শশান ঘাটে।
যদি তুমি কভু মৃত হও।
তুমি বেঁচে রবে নির্লিপ্ততায়
নিষ্প্রভে প্রখরায় নরকে।
আমি বেঁচে রব উন্মত্ত হয়ে
তোমার নিরয় অন্তিক সড়কে।
বেঁচে রব- নিরয় অন্তিক সড়কে
তাই ভেলায় চড়া হচ্ছেনা।
নাগরদোলায় তোমার চুল হাওয়া খায় না,
তাই মেলায় ঘুরা হচ্ছেনা।
শীতের রাতে তোমায় জড়িয়ে ধরা যাচ্ছে না,
তাই বসন্ত বাসা বাঁধছেনা।
মৃতের সাথে আমায় পুড়িয়ে ফেলা যাচ্ছে না,
তাই অনন্ত আশা কাঁদছেনা।
আমি চললাম, আমার পথে
তুমি পিছু ফিরে চেয়ে রও।
আমি চললাম, শশান ঘাটে।
যদি তুমি কভু মৃত হও।
তুমি বেঁচে রবে নির্লিপ্ততায়
নিষ্প্রভে প্রখরায় নরকে।
আমি বেঁচে রব উন্মত্ত হয়ে
তোমার নিরয় অন্তিক সড়কে।
বেঁচে রব- নিরয় অন্তিক সড়কে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম. মাহবুব মুকুল ২৫/১১/২০২০দারুণ প্রেমের কাব্য কথা।
-
ধূসর প্রাচীর (তাহসিন নাবিল) ২৪/১১/২০২০বাহ্ বাহ্ বাহ্! মুগ্ধতায় ভাসালেন প্রিয়!
-
হৃদয়ানন্দ ২৩/১১/২০২০প্রেমময় কবিতা। বেশ ভালো লিখেছে প্রিয় কবি!
-
বোরহানুল ইসলাম লিটন ২২/১১/২০২০বেশ সুন্দর লেখা।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২২/১১/২০২০সুন্দর লেখা।
-
পি পি আলী আকবর ২২/১১/২০২০ভালো
-
ফয়জুল মহী ২২/১১/২০২০অনুপম ভাবনা ।