www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শ্যামা

কৃষ্ণচূড়া রক্তলাল, কৃষ্ণকলির আক্ষেপ
"আমি কেন তবে শ্যামা হায়!"
কানাই এসে, বললো হেসে,
কালা আমাতেই 'শ্রী-রাধিকা' পাগলপ্রায়।


ধর্মরাজের কথায়, শ্যামবালিকার ব্যাথায়
মৃদু নির্বলতা আসলো বৈকি!
কানাই এবার বিদায় নিলো,
শ্যামবালিকা প্রশ্ন দিলো,
"আমি তবে আলাদা নইকি?"


নইরে বোকা, আমরা সবাই,
এক বিধাতার সৃষ্টি;
বিশ্বে যত মানুষ ভালো,
আধেক সাদা-আধেক কালো,
বাকি যারা বর্ণবাদী,
তাদের হয়ে আরজে কাঁদি,
তাদেরই বলি, চল বদলে ফেলি,
বিষময় নিষ্ঠুর চক্ষুদৃষ্টি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast