শ্যামা
কৃষ্ণচূড়া রক্তলাল, কৃষ্ণকলির আক্ষেপ
"আমি কেন তবে শ্যামা হায়!"
কানাই এসে, বললো হেসে,
কালা আমাতেই 'শ্রী-রাধিকা' পাগলপ্রায়।
ধর্মরাজের কথায়, শ্যামবালিকার ব্যাথায়
মৃদু নির্বলতা আসলো বৈকি!
কানাই এবার বিদায় নিলো,
শ্যামবালিকা প্রশ্ন দিলো,
"আমি তবে আলাদা নইকি?"
নইরে বোকা, আমরা সবাই,
এক বিধাতার সৃষ্টি;
বিশ্বে যত মানুষ ভালো,
আধেক সাদা-আধেক কালো,
বাকি যারা বর্ণবাদী,
তাদের হয়ে আরজে কাঁদি,
তাদেরই বলি, চল বদলে ফেলি,
বিষময় নিষ্ঠুর চক্ষুদৃষ্টি।
"আমি কেন তবে শ্যামা হায়!"
কানাই এসে, বললো হেসে,
কালা আমাতেই 'শ্রী-রাধিকা' পাগলপ্রায়।
ধর্মরাজের কথায়, শ্যামবালিকার ব্যাথায়
মৃদু নির্বলতা আসলো বৈকি!
কানাই এবার বিদায় নিলো,
শ্যামবালিকা প্রশ্ন দিলো,
"আমি তবে আলাদা নইকি?"
নইরে বোকা, আমরা সবাই,
এক বিধাতার সৃষ্টি;
বিশ্বে যত মানুষ ভালো,
আধেক সাদা-আধেক কালো,
বাকি যারা বর্ণবাদী,
তাদের হয়ে আরজে কাঁদি,
তাদেরই বলি, চল বদলে ফেলি,
বিষময় নিষ্ঠুর চক্ষুদৃষ্টি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৫/১০/২০২০অনুপম কবিতায় ঋদ্ধ