www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পাগলীর সব কথায় জবাব দিতে নেই

এই শোন না !!!
আমার মৃত্যু হবে তোমারও হবে ,
তারপর যদি শুরু হয় আরেক জীবন ,
সে জীবনে তুমি আমার হয়েই থাকবে কেমন ?

বর্ষার রোদে ভিজবো ,
গ্রীষ্মের বৃষ্টিতে শুকাবো  !
প্রচণ্ড গরমে শীত পোহাবো আর
কুয়াশা আচ্ছন্ন রাতে ফ্যানের বাতাস খাবো কেমন ?

অথবা
কোন এক আলোক উজ্জ্বল জোছনা দিনে
জোনাকি ছুবো  ! ঝকঝকে রোদেলা রাতের
তারা হয়ে আমরা বিনিদ্র রাত কাটাবো কেমন ?


এক একটা দিন যাবে,বসন্তের পর বসন্ত আসবে !
যাবে বৎসরের পর বৎসর !!!
এভাবেই ইতিহাসের পাতায়
আমাদের নাম লেখা হবে ,
জনে জনে স্কুল কলেজে আমাদের কথা
পাঠ্য বইয়ের পাতায় পাতায় থাকবে ।
কখনো কোথাও প্রেমিক জুগলের
নাম নেওয়া হলে প্রথমেই উঠে আসবে
তোমার আমার নাম  !!


এমন কথাই রইলো কেমন ??
কি হল কথা বলছ না কেন ?


কথা বলছি না কারন পাগলীর
সব কথায় জবাব দিতে নেই !!!!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবিদ আল আহসান ১৭/০৩/২০১৫
    এতো সুন্দর লিখলে প্রিয়তে না রেখে পারা যায়না
    প্রিয়তে রেখে দিলাম
  • স্বপ্নীল মিহান ০৬/০৩/২০১৫
    বেশ ভালো।
  • জহির রহমান ১১/০২/২০১৫
    আপু কেমন আছেন? মনে আছে আমায়?
    • ফাহমিদা ফাম্মী ২৫/০২/২০১৫
      ভালোই আছি ভাই ... আপনি কেমন আছেন ?
  • জহির রহমান ১১/০২/২০১৫
    একদম!!! পাগলীর এত প্রশংসা করতে নেই!!! :D
  • অগ্নিপক্ষ ১১/০২/২০১৫
    এই যে লালপরী, কেমন আছো? ব্লগে তো আর দেখাই যায় না!
  • চূড়ান্ত ০৭/০২/২০১৫
    ভালো লিখেছেন।
  • ঠিক পাগলীর সব কথায় জবাব দিতে নেই। তবে এত ভালো লিখলে বাহ বা না দিয়ে যে উপায় নেই। ভালো লাগলো।
  • সাইদুর রহমান ০২/০১/২০১৫
    সুন্দর লেখা।
    নববর্ষের শুভেচ্ছা।
  • শম্পা ০২/০১/২০১৫
    ভালো হয়েছে।
  • ০২/০১/২০১৫
    সুন্দর হয়েছে ।
 
Quantcast