www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মিনিটে বাহাত্তর বার করে

তোমার খুব কাছের মানিব্যাগের খুচরো পয়সা হতে চাই নি ,
একটু নিচু হলেই ঝনঝন করে মাটিতে গড়িয়ে পড়া ।
তোমার হাতের ঘড়ির কাটা হতে চাইনি ,
বার বার পরিবর্তন হওয়া
কিংবা তোমার বুক পকেটের ছোট্ট রুমাল অথবা টিস্যু
কাজ শেষে ফেলে দেওয়া ।
তোমার রুক্ষ এলোমেলো বাবড়ী চুলের
চিরুনি হতে চাই নি,
আঁচড়াতে গিয়ে ভেঙে যাওয়া,,
তোমার শরীরে মিশে থাকা পারফিউমের সুগন্ধ হতে চাই নি,
সময়ের সাথে সাথে বাতাসে বিলীন হয়ে যাওয়া ।

আমি কি চাই জানো ?
তোমার বুকের বাম পাশটায় হাত রাখো
দেখবে কিছু একটা ধুঁক ধুঁক করে বেজে চলেছে ,
যার নাম হৃদপিণ্ড ,
চাই ঐ হৃদপিণ্ডের ধুঁক পুক শব্দ হতে,
যা মিনিটে বাজবে বাহাত্তর বার করে !!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রক্তিম ১৭/১২/২০১৪
    বাহ বেশ ভালো।
  • শম্পা ১৭/১২/২০১৪
    very touching. খুব ভাল লাগল।
  • বাহ চমৎকার তো। আপনার রোমান্টিক চাওয়ার কথা খুব ভালো লাগলো। আনকমন। এভাবে ভাবা হয়নি। আপনার লেখা প্রথম পড়লাম ভালাে লাগলো।
  • একনিষ্ঠ অনুগত ১৭/১২/২০১৪
    যা কোনদিন ভাংবে না, মচকাবে না... কিংবা যাবেনা থেমেও, যতদিন তুমি আছো।।

    চমৎকার লেখা।
  • সায়েম খান ১৭/১২/২০১৪
    ১১ মাস পর ব্লগে ফিরে আপনার চমতকার একটি কবিতা পড়লাম। অনেক ধন্যবাদ ফাম্মি।
  • অনিরুদ্ধ বুলবুল ১৬/১২/২০১৪
    তুমি কেমন করে গান কর হে গুণী ..........
    বাহ্ কবি - অনবদ্য!
    একেবারে বাজিমাত করে দিলেন!

    শুভেচ্ছা নিন।
 
Quantcast