বোকা বালিকা
কত বোকা ছিলাম আমি তাইনা ?
তোমার সামান্য কঠিন ব্যাবহারে
কাঁদতে বসে যেতাম ঠোট ফুলিয়ে ,
অনুভূতির নোনতা জল টপটপ করে
বেয়ে পড়ত আমার টুকটুকে গাল বেয়ে ,
তুমি আসবে শুনে নাওয়া খাওয়া বন্ধ করে
দাঁড়িয়ে থাকতাম বারান্দার সেই কোণে ,
যেখানে আসার পথে উঁকি দিতে তুমি ।
ক্ষুধায় তোমার পেট চুঁ চুঁ করছে শুনে
রান্না না জানলেও রান্না ঘরে গিয়ে কি কাণ্ডটাই না করতাম !!
খাওয়ার সময় হাত পাখা নিয়ে বসে যাওয়াটা যেন
অভ্যাসে পরিনত হয় একটা সময়, সেই ইলেক্ট্রিসিটির যুগে ,
এইত সেদিন তোমার চলে যাওয়ার দিন
ট্রেনটার পেছনে ছুটছিলাম কিছুই না বুঝে ,
এখনো ছুটছি সেই আগের মতই
বোকা বালিকাই রয়ে গেলাম সেই আগেকার আমি ...।
তোমার সামান্য কঠিন ব্যাবহারে
কাঁদতে বসে যেতাম ঠোট ফুলিয়ে ,
অনুভূতির নোনতা জল টপটপ করে
বেয়ে পড়ত আমার টুকটুকে গাল বেয়ে ,
তুমি আসবে শুনে নাওয়া খাওয়া বন্ধ করে
দাঁড়িয়ে থাকতাম বারান্দার সেই কোণে ,
যেখানে আসার পথে উঁকি দিতে তুমি ।
ক্ষুধায় তোমার পেট চুঁ চুঁ করছে শুনে
রান্না না জানলেও রান্না ঘরে গিয়ে কি কাণ্ডটাই না করতাম !!
খাওয়ার সময় হাত পাখা নিয়ে বসে যাওয়াটা যেন
অভ্যাসে পরিনত হয় একটা সময়, সেই ইলেক্ট্রিসিটির যুগে ,
এইত সেদিন তোমার চলে যাওয়ার দিন
ট্রেনটার পেছনে ছুটছিলাম কিছুই না বুঝে ,
এখনো ছুটছি সেই আগের মতই
বোকা বালিকাই রয়ে গেলাম সেই আগেকার আমি ...।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২২/১২/২০১৪বোকামি না এটাই যে ভালোবাসা। ভালো লাগলো আপনার আবেগ মাখা ভালোবাসার কথা............
-
অনিরুদ্ধ বুলবুল ১৬/১২/২০১৪".......এখনো ছুটছি সেই আগের মতই......."
সরল বোকা বালিকার কান্ডটা দেখেছেন কবি? একটা আধটা নয় - তারো বেশী বানান ভুল করে বসে আছে
>>দাঁড়িয়ে, উঁকি, ক্ষুধায়. চুঁ চুঁ...
আবার দেখা হবে।
শুভেচ্ছা - -
রাধাশ্যাম জানা ০৪/০৮/২০১৪ভালই লিখেছ…
-
আবু আফজাল মোহাঃ সালেহ ৩১/০৭/২০১৪ভাল লাগলো পড়তে।
-
মঞ্জুর হোসেন মৃদুল ৩০/০৭/২০১৪ভাল লাগল খুব
-
অপূর্ব দেব ৩০/০৭/২০১৪আপনি খুব ভাল মনের একজন মানুষ । সহজ সরল অতছ দুর্দান্ত কবিতা ।
-
মোঃওবায় দুল হক ৩০/০৭/২০১৪খুব সুন্দর লিখনি