www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হুইসেল

একটা স্টেশনে থেমে আছে ট্রেন
চারিদিকে ঘুটঘুটে অন্ধকার
দু একটা জোনাক জ্বলছে মিটমিট করে ।
বুকের মধ্যে টিকটিক করে
বেজে চলছে জীবন ঘড়ি ,
জানান দিচ্ছে জীবনের অস্তিত্ব ।
অমাবস্যার আকাশে অদৃশ্য চাঁদ ।
তবু তাকিয়ে থাকা আকাশে শূন্য দৃষ্টিতে ,
অন্তিম অপেক্ষার শেষে
দূরে শোনা যায় ট্রেনের হুইসেল ......।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এটাই কবিদের বড় গুণ। অনেক তুচ্ছ একটি বিষয় কে অনেক সুন্দর করে ফুটিয়ে তোলা। ভালো লাগলো।
  • অনিরুদ্ধ বুলবুল ১৬/১২/২০১৪
    বেশ সুন্দর; জীবন ট্রেনের হুইসেল.....
    ভাল হয়েছে তবে প্রেমের কবিতার মত অত ঝাঁকালো নয়!
  • অপূর্ব দেব ৩০/০৭/২০১৪
    সুন্দর কবিতা
  • আবু সাহেদ সরকার ২১/০৭/২০১৪
    বেশ চমৎকার লেখেনতো আপনি। সুন্দর একটি কবিতার ভাবান্তর। আমার পাতায় প্রিয়তে রাখছি আপনাকে। তাহলে নিয়মিত দেখতে পাবো আপনার কবিতা। ভালো থাকবেন কবি বন্ধু সতত।
  • রাধাশ্যাম জানা ২১/০৭/২০১৪
    সুন্দর কবিতা পাঠ করলাম।ভালো থাকুন ও আরো ভালো লিখুন।
  • শিমুল শুভ্র ২১/০৭/২০১৪
    ভালো লাগলো । তবে আরেক টু শব্দের গহীনে যেতে হবে তা হলে কবিতার মান পাহাড়সম হবে । ভালো থাকুন ।
  • সুরজিৎ সী ২১/০৭/২০১৪
    অসাধারণ, ভাবন
  • কবি মোঃ ইকবাল ২০/০৭/২০১৪
    বাহ্! অসাধারন লিখনী।
  • বাহ বেশ সুন্দর ভাবনা। ভাল লাগল।
  • মোঃ আল-আমিন ২০/০৭/২০১৪
    বেশ ভালো..................।কিন্তু শব্দটা কি ‘চারিদিকে’ না
    চারদিকে হবে দেখবেন প্লিজ............।ধন্যবাদ কবি, ভালোবাসা রেখে গেলা...............।।
 
Quantcast