www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পাগলামি কিংবা প্রেম

তুমি যখন বল এই মেয়ে এত পাগলামি করো কেন ?
আমি বলি পাগলামি সেতো পাগল করে আমি কি পাগল নাকি ?
তুমি তোমার সেই দুষ্টু হাসি উপহার দিয়ে বল
না না তুমি পাগল না,তুমি তো পাগলী ! আমার পাগলী ।

যখন প্রচণ্ড মাথা ধরে আমি চিৎকার করি ব্যথা ব্যথা বলে
তখন তোমার উপস্থিতিতে ব্যথা যেন কোথায় হারিয়ে যায় এক নিমিষে !

তুমি যখন খুব ভিড়ে কানের কাছে এসে ফিসফিস করে বল
বউটা তোমায় ভীষণ ভালবাসি! আমি তখন লোকলজ্জা ভুলে
চিৎকার করে বলি আমিও তোমায় বড্ড ভালোবাসি !!!

যখন প্রচণ্ড শীতে তোমার বুকের উষ্ণতায় বিভোর থাকি
তোমার হৃদস্পন্দনে শুনতে পাই সেই শব্দটি 'ভালবাসি ভালোবাসি ...।

তোমার নিঃশ্বাসে ক্রমশঃ জড়িয়ে নিয়েছ ভালবাসি বলে বলে,
এখন কেবলই ভাবি অক্সিজেন ছাড়া বাঁচা হয়তো অসম্ভব কিছু নয়
যতটা না তোমাকে ছাড়া অসম্ভব মনে হয় ......
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রেমের কথা বার্তা শুনে তো একদম প্রেমে পড়ে যেতে ইচ্ছে করে। সত্যি অনেক রোমান্টিক। শুভেচ্ছা রইলো।
  • অনিরুদ্ধ বুলবুল ১৬/১২/২০১৪
    শেষটায় এসে যে বাজিমাত করে দিলেন এক্কেবারে!
    আপনার বানান ভুল কম হয়, এগুলো কি টাইপো এরর?
    বানান>>উপস্থিতিতে, ক্রমশঃ

    ধন্যবাদ ও শুভেচ্ছা -
  • Tausique ১৯/০৮/২০১৪
    Awesome...keep it up....:)
  • আহারে ভালোবাসা
  • সামিউল অভি ১৭/০৬/২০১৪
    khub sundor Apu
  • সহিদুল হক ১১/০৬/২০১৪
    বেশ ভাল লাগলো প্রাঞ্জল ভাষায় রচিত কবিতাখানি।
    শুভেচ্ছা নিও বোন ফাহমিদা।
  • মোঃওবায় দুল হক ০৯/০৬/২০১৪
    সত্যিই নিখোঁত প্রেমের কবিতা।
    অসাধারন ! খুব ভাল হয়ছে।
    পূতিটা লাইনে ভালবাসা আর ভালবাসা
    ছড়িয়ে ছিটিয়ে ।
  • শিমুল শুভ্র ৩১/০৫/২০১৪
    বাহ!!!! মুগ্ধ হলাম ।
  • অমর কাব্য ২৫/০৫/২০১৪
    onk balobasa bora kobita sudo akto loklojja. onk sundor
  • এস,বি, (পিটুল) ০৭/০৫/২০১৪
    kothay galan apnak to ar kobitay passce na.
  • আমি তখন লোকলজ্জা ভুলে
    চিৎকার করে বলি আমিও তোমায় বড্ড ভালোবাসি !!!

    are bah....!
  • হাসান ইমতি ০৬/০৫/২০১৪
    অনুভূতি ভালো লাগলো তবে আরও ভাষার কারুকাজ হতে পারতো ...
  • কবি মোঃ ইকবাল ০৫/০৫/২০১৪
    খুব সুন্দর।
  • শেহজাদ আমান ০৩/০৫/২০১৪
    লোকে বলে পাগলামি, আমি বলে ভালবাসা!
  • নীরব রাজ ০২/০৫/২০১৪
    অনেক সুন্দর হইছে !!!
  • এস,বি, (পিটুল) ০২/০৫/২০১৪
    কবিতাটি ভালো লাগলো, আমার কবিতায় আসার জন্য আমন্ত্রন জানাই।
 
Quantcast