www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেদিন দেখলাম তোমাকে

তোমাকে দেখলাম চায়ের টঙে
ধোঁওয়া ওঠা চায়ের কাপে চুমুক দেবে
নাকি দেবে না তাই নিয়ে ভাবনায় ব্যস্ত ।।
আমি দেখছি তুমি টঙে বসে আড্ডা দিচ্ছ
বন্ধুদের সাথে, চায়ের সাথে পাকোড়া অথবা
সিঙ্গারাটা বোধয় অন্যরকম ছিল
আমি কত দেখেছি চা সিঙ্গারা খেতে কত জনকে
কেউ এমন ভাবে খায়নি
মনে হল কোন অমৃত মেশানো ছিল চায়ের সাথে
চুপ করে পাশে গিয়ে বসলাম দেখছি এখনো তোমাকে,
তুমি হয়তো খেয়াল করনি কোন রমণী তার অপূর্ব
দুটি চোখ দিয়ে অবলোকন করছে তোমায় !
তুমি খাওয়া শেষে উঠে গেলে এক বার পিছু ফিরে দেখলেও না
আমি তাকিয়েই ছিলাম তোমার দিকে_ভাবছিলাম
তোমার রিক্সাটা হওয়ার বেগে কেন ছুটছে ?
খুব বলতে ইচ্ছা হল এই যে সাহেব আপনাকে বড্ড ভীষণ ভালোবাসি
বলতে পারিনি তবু বুঝেছি দূর থেকে ভালবাসার মজাই আলাদা
কোন অধিকার নেই, চাওয়া নেই পাওয়া নেই,
নেই কোন আক্ষেপ, আছে শুধু ভীষণ পরিমান ভালবাসা ...।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মে বি ডেল কার্নেগী বলেছিলেন
    " সেটিই সত্যিকারের ভালোবাসা যেখানে চাওয়া পাওয়া বলে কোনো শব্দ নেই।"
    ভালো লাগলো।
  • অনিরুদ্ধ বুলবুল ১৬/১২/২০১৪
    "শুধু দূর থেকে ভালবেসে যা..........ব" -
    আপনি কি সেই গুরুর শিষ্যত্ব গ্রহণ করেছেন?

    একটা জিনিস লক্ষণীয় - আপনি খুব 'সেলফিস' টাইপের যেমন;
    ১) কেউ ভাল না ই বাসুক তবু আপন সুখের জন্য হাভাতের মত দূর থেকে ভালবেসে যেতে চান!
    ২) কবিতা লিখায় যতটা উদার মন্তব্যে বা প্রতি-মন্তব্যে ততটাই 'কাইষ্টা' - বুঝলেন কি না? কৃপণ.......... :)

    শুভেচ্ছা নিয়ত -
    • ফাহমিদা ফাম্মী ১৭/১২/২০১৪
      লক্ষণীয় ব্যাপার গুলো আসলে বুঝলাম না !
      • অনিরুদ্ধ বুলবুল ১৭/১২/২০১৪
        লক্ষণ আসলই হোক আর নকলই হোক, স্বঘোষিত পাগলী আর বোকা বালিকার না বোঝার মত দূর্লক্ষণীয় কোন ভাষা আছে কি মন্তব্যটিতে? "বোকা বালিকা" এত বোকা নিশ্চয়ই নয়!
  • শিমুল শুভ্র ২১/০৭/২০১৪
    বাহ!!! অসাধারণ
  • কবি মোঃ ইকবাল ০৭/০৫/২০১৪
    সেদিন-ই বলে ফেললে না কেনো?
    সাহস নিয়ে সেদিন বললে হয়তো আজ আর তার জন্য অপেক্ষা করতে হতো না।
  • আমি কত দেখেছি চা সিঙ্গারা খেতে কত জনকে
    কেউ এমন ভাবে খায়নি
    মনে হল কোন অমৃত মেশানো ছিল

    are bah !!!
  • অজাতশত্রু ০২/০৫/২০১৪
    খুউব ভাল লাগলো!
  • চমৎকার.. ভালো লাগা আপনার জন্য
    • ফাহমিদা ফাম্মী ০২/০৫/২০১৪
      onek dhonnobad .....
  • সাইফুর রহমান ০১/০৫/২০১৪
    valo laglo! :)
  • এস,বি, (পিটুল) ৩০/০৪/২০১৪
    আপ্নি অনেক সুন্দর কবিতা লেখেন. (ফাম্মি)
 
Quantcast