সেদিন দেখলাম তোমাকে
তোমাকে দেখলাম চায়ের টঙে
ধোঁওয়া ওঠা চায়ের কাপে চুমুক দেবে
নাকি দেবে না তাই নিয়ে ভাবনায় ব্যস্ত ।।
আমি দেখছি তুমি টঙে বসে আড্ডা দিচ্ছ
বন্ধুদের সাথে, চায়ের সাথে পাকোড়া অথবা
সিঙ্গারাটা বোধয় অন্যরকম ছিল
আমি কত দেখেছি চা সিঙ্গারা খেতে কত জনকে
কেউ এমন ভাবে খায়নি
মনে হল কোন অমৃত মেশানো ছিল চায়ের সাথে
চুপ করে পাশে গিয়ে বসলাম দেখছি এখনো তোমাকে,
তুমি হয়তো খেয়াল করনি কোন রমণী তার অপূর্ব
দুটি চোখ দিয়ে অবলোকন করছে তোমায় !
তুমি খাওয়া শেষে উঠে গেলে এক বার পিছু ফিরে দেখলেও না
আমি তাকিয়েই ছিলাম তোমার দিকে_ভাবছিলাম
তোমার রিক্সাটা হওয়ার বেগে কেন ছুটছে ?
খুব বলতে ইচ্ছা হল এই যে সাহেব আপনাকে বড্ড ভীষণ ভালোবাসি
বলতে পারিনি তবু বুঝেছি দূর থেকে ভালবাসার মজাই আলাদা
কোন অধিকার নেই, চাওয়া নেই পাওয়া নেই,
নেই কোন আক্ষেপ, আছে শুধু ভীষণ পরিমান ভালবাসা ...।
ধোঁওয়া ওঠা চায়ের কাপে চুমুক দেবে
নাকি দেবে না তাই নিয়ে ভাবনায় ব্যস্ত ।।
আমি দেখছি তুমি টঙে বসে আড্ডা দিচ্ছ
বন্ধুদের সাথে, চায়ের সাথে পাকোড়া অথবা
সিঙ্গারাটা বোধয় অন্যরকম ছিল
আমি কত দেখেছি চা সিঙ্গারা খেতে কত জনকে
কেউ এমন ভাবে খায়নি
মনে হল কোন অমৃত মেশানো ছিল চায়ের সাথে
চুপ করে পাশে গিয়ে বসলাম দেখছি এখনো তোমাকে,
তুমি হয়তো খেয়াল করনি কোন রমণী তার অপূর্ব
দুটি চোখ দিয়ে অবলোকন করছে তোমায় !
তুমি খাওয়া শেষে উঠে গেলে এক বার পিছু ফিরে দেখলেও না
আমি তাকিয়েই ছিলাম তোমার দিকে_ভাবছিলাম
তোমার রিক্সাটা হওয়ার বেগে কেন ছুটছে ?
খুব বলতে ইচ্ছা হল এই যে সাহেব আপনাকে বড্ড ভীষণ ভালোবাসি
বলতে পারিনি তবু বুঝেছি দূর থেকে ভালবাসার মজাই আলাদা
কোন অধিকার নেই, চাওয়া নেই পাওয়া নেই,
নেই কোন আক্ষেপ, আছে শুধু ভীষণ পরিমান ভালবাসা ...।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/১২/২০১৪
-
অনিরুদ্ধ বুলবুল ১৬/১২/২০১৪"শুধু দূর থেকে ভালবেসে যা..........ব" -
আপনি কি সেই গুরুর শিষ্যত্ব গ্রহণ করেছেন?
একটা জিনিস লক্ষণীয় - আপনি খুব 'সেলফিস' টাইপের যেমন;
১) কেউ ভাল না ই বাসুক তবু আপন সুখের জন্য হাভাতের মত দূর থেকে ভালবেসে যেতে চান!
২) কবিতা লিখায় যতটা উদার মন্তব্যে বা প্রতি-মন্তব্যে ততটাই 'কাইষ্টা' - বুঝলেন কি না? কৃপণ..........
শুভেচ্ছা নিয়ত - -
শিমুল শুভ্র ২১/০৭/২০১৪বাহ!!! অসাধারণ
-
কবি মোঃ ইকবাল ০৭/০৫/২০১৪সেদিন-ই বলে ফেললে না কেনো?
সাহস নিয়ে সেদিন বললে হয়তো আজ আর তার জন্য অপেক্ষা করতে হতো না। -
সফিউল্লাহ আনসারী ০৫/০৫/২০১৪আমি কত দেখেছি চা সিঙ্গারা খেতে কত জনকে
কেউ এমন ভাবে খায়নি
মনে হল কোন অমৃত মেশানো ছিল
are bah !!! -
অজাতশত্রু ০২/০৫/২০১৪খুউব ভাল লাগলো!
-
মুনিরুল্লাহ রাইয়ান ০২/০৫/২০১৪চমৎকার.. ভালো লাগা আপনার জন্য
-
সাইফুর রহমান ০১/০৫/২০১৪valo laglo!
-
এস,বি, (পিটুল) ৩০/০৪/২০১৪আপ্নি অনেক সুন্দর কবিতা লেখেন. (ফাম্মি)
" সেটিই সত্যিকারের ভালোবাসা যেখানে চাওয়া পাওয়া বলে কোনো শব্দ নেই।"
ভালো লাগলো।