www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চিঠি

তোমার বুকপকেটে গুঁজে দেয়া চিঠিটা
কি পড়ে দেখেছিলে নাকি অযত্নে অবহেলায়
ফেলে রেখেছ টেবিলের কোন কোণে
তোমার জন্য রাখা বেলি ফুলের মালাটি
শুকিয়ে গেছে সেই কবেই গন্ধ ফুরিয়ে গেছে
রং নষ্ট হয়েছে,তবু যে প্রেম নিয়ে মালাটি
স্পর্শ করেছিলাম সে প্রেম রয়ে গেছে
মনে হৃদয় গহীনে ...
আচ্ছা এখনো কি ঘুম ভেঙে আমাকে খোজ
নাকি ভুলে গিয়েছ সেই কবেই ?
ফজরের আজানে ঘুম ভেঙ্গে কেউ কি
তোমাকে ডেকে দেয়
''এই আর ঘুম কত ওঠো বেলা তো অনেক হল !!
আচ্ছা কারো করা দুষ্টুমিতে বিরক্ত হও নাকি
গভীর আলিঙ্গনে জড়িয়ে নাও ভালোবাসি বলে ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সহিদুল ইসলাম ০২/০৩/২০১৫
    না, পড়িনি তখন। তবে আজ এত বছর পর খুজে ফিরি সেই অযত্নে ফফেলে রাখা চিঠিটি। আজ সেটা অভাব অনুভব করতে পারি প্রতিটি ক্ষনে।
  • এখনো কি অনেক অভিমানে চোখ দুটো জলে ভরে.................?

    বাহ সুন্দর লেখা।
  • রক্তিম ১৭/১২/২০১৪
    ভালো এই নিবিড় কবিতা পড়তে ।
  • অনিরুদ্ধ বুলবুল ১৭/১২/২০১৪
    দারুণ খুঁনসুটি ভরা লেখা - ক্ষণিকের তরে মন উদাস হওয়া নস্টালজিয়া ....
    >> কোণে, খোঁজ
    >> কবি 'দেওয়া/দেয়া' আর 'ভেঙ্গে/ভেঙে'... একটু ভেবে দেখবেন :)
    খুঁনসুটিময় কাব্যিকতায় মুগ্ধ হলাম
  • এতদিন জানতাম প্রেমে ব্যর্থ হয়ে ছেলেরাই কবি হয়, আজকাল দেখছি মেয়েরাও হচ্ছে!......
  • কবি মোঃ ইকবাল ০৭/০৫/২০১৪
    অনন্য ভালোবাসার সমাহারে লিখা।
  • রেজাউর রাতুল ২৯/০৪/২০১৪
    কই তোমার চিঠি তো আমি পাইনি ! হা হা হা
  • এস,বি, (পিটুল) ২৮/০৪/২০১৪
    Thanks a rokom kobita aro chai.
    • ফাহমিদা ফাম্মী ২৮/০৪/২০১৪
      অবশ্যই
  • পল্লব ২৮/০৪/২০১৪
    সময়ের সাথে বদলায় সবই,
    কিছু ভাঙ্গে কিছু গড়ে,
    তারই মাঝে কিছু আগের মতোই
    রয়ে যায় চিরতরে।
 
Quantcast