চিঠি
তোমার বুকপকেটে গুঁজে দেয়া চিঠিটা
কি পড়ে দেখেছিলে নাকি অযত্নে অবহেলায়
ফেলে রেখেছ টেবিলের কোন কোণে
তোমার জন্য রাখা বেলি ফুলের মালাটি
শুকিয়ে গেছে সেই কবেই গন্ধ ফুরিয়ে গেছে
রং নষ্ট হয়েছে,তবু যে প্রেম নিয়ে মালাটি
স্পর্শ করেছিলাম সে প্রেম রয়ে গেছে
মনে হৃদয় গহীনে ...
আচ্ছা এখনো কি ঘুম ভেঙে আমাকে খোজ
নাকি ভুলে গিয়েছ সেই কবেই ?
ফজরের আজানে ঘুম ভেঙ্গে কেউ কি
তোমাকে ডেকে দেয়
''এই আর ঘুম কত ওঠো বেলা তো অনেক হল !!
আচ্ছা কারো করা দুষ্টুমিতে বিরক্ত হও নাকি
গভীর আলিঙ্গনে জড়িয়ে নাও ভালোবাসি বলে ?
কি পড়ে দেখেছিলে নাকি অযত্নে অবহেলায়
ফেলে রেখেছ টেবিলের কোন কোণে
তোমার জন্য রাখা বেলি ফুলের মালাটি
শুকিয়ে গেছে সেই কবেই গন্ধ ফুরিয়ে গেছে
রং নষ্ট হয়েছে,তবু যে প্রেম নিয়ে মালাটি
স্পর্শ করেছিলাম সে প্রেম রয়ে গেছে
মনে হৃদয় গহীনে ...
আচ্ছা এখনো কি ঘুম ভেঙে আমাকে খোজ
নাকি ভুলে গিয়েছ সেই কবেই ?
ফজরের আজানে ঘুম ভেঙ্গে কেউ কি
তোমাকে ডেকে দেয়
''এই আর ঘুম কত ওঠো বেলা তো অনেক হল !!
আচ্ছা কারো করা দুষ্টুমিতে বিরক্ত হও নাকি
গভীর আলিঙ্গনে জড়িয়ে নাও ভালোবাসি বলে ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল ইসলাম ০২/০৩/২০১৫না, পড়িনি তখন। তবে আজ এত বছর পর খুজে ফিরি সেই অযত্নে ফফেলে রাখা চিঠিটি। আজ সেটা অভাব অনুভব করতে পারি প্রতিটি ক্ষনে।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/১২/২০১৪এখনো কি অনেক অভিমানে চোখ দুটো জলে ভরে.................?
বাহ সুন্দর লেখা। -
রক্তিম ১৭/১২/২০১৪ভালো এই নিবিড় কবিতা পড়তে ।
-
অনিরুদ্ধ বুলবুল ১৭/১২/২০১৪দারুণ খুঁনসুটি ভরা লেখা - ক্ষণিকের তরে মন উদাস হওয়া নস্টালজিয়া ....
>> কোণে, খোঁজ
>> কবি 'দেওয়া/দেয়া' আর 'ভেঙ্গে/ভেঙে'... একটু ভেবে দেখবেন
খুঁনসুটিময় কাব্যিকতায় মুগ্ধ হলাম -
আসগার এইচ পারভেজ ০৫/০৮/২০১৪এতদিন জানতাম প্রেমে ব্যর্থ হয়ে ছেলেরাই কবি হয়, আজকাল দেখছি মেয়েরাও হচ্ছে!......
-
কবি মোঃ ইকবাল ০৭/০৫/২০১৪অনন্য ভালোবাসার সমাহারে লিখা।
-
রেজাউর রাতুল ২৯/০৪/২০১৪কই তোমার চিঠি তো আমি পাইনি ! হা হা হা
-
এস,বি, (পিটুল) ২৮/০৪/২০১৪Thanks a rokom kobita aro chai.
-
পল্লব ২৮/০৪/২০১৪সময়ের সাথে বদলায় সবই,
কিছু ভাঙ্গে কিছু গড়ে,
তারই মাঝে কিছু আগের মতোই
রয়ে যায় চিরতরে।