একটি কাঠের চুড়ি
ফুচকা চটপটি কিংবা চাওমিন ততটা
ভালোবাসি না যতটা তোমায় বাসি,
বিকেলের রোদে নদীর ধারে হাঁটতে
কিংবা আকাশে বিহঙ্গের মতো উড়ে যেতে
ততটা ভালো লাগবে না যতটা না তোমাকে লাগে ,
মনের ভিন্নতায় প্রেমাসক্ত চোখে
অন্য কিছুকে দেখিনি কখনো
যতটা না তোমাকে দেখি নিখুঁত ভাবে ,
আমার এলো চুলে বিলি কাটতে কাউকে
কখনো বলিনি যতটা না মন থেকে চাই
তুমি বিলি কেটে দাও !!!
হাতভরা কাঁচের চুড়ি
চাইনি ততটা তোমার দেওয়া
কাঠের চুড়ি যতটা না প্রিয় ...।
ভালোবাসি না যতটা তোমায় বাসি,
বিকেলের রোদে নদীর ধারে হাঁটতে
কিংবা আকাশে বিহঙ্গের মতো উড়ে যেতে
ততটা ভালো লাগবে না যতটা না তোমাকে লাগে ,
মনের ভিন্নতায় প্রেমাসক্ত চোখে
অন্য কিছুকে দেখিনি কখনো
যতটা না তোমাকে দেখি নিখুঁত ভাবে ,
আমার এলো চুলে বিলি কাটতে কাউকে
কখনো বলিনি যতটা না মন থেকে চাই
তুমি বিলি কেটে দাও !!!
হাতভরা কাঁচের চুড়ি
চাইনি ততটা তোমার দেওয়া
কাঠের চুড়ি যতটা না প্রিয় ...।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/১২/২০১৪হমমমম। প্রেমময় লেখা। প্রেমিকার মন ..............
-
অনিরুদ্ধ বুলবুল ১৭/১২/২০১৪ভালবাসার সরল প্রকাশ - বেশ লাগল।
>> নিখুঁত (?)
শুভেচ্ছা নিন। -
কবি মোঃ ইকবাল ০৭/০৫/২০১৪অসাধারণ লিখনী। সাবাস!!
-
এস,বি, (পিটুল) ৩০/০৪/২০১৪Apnar a kobita ti ami 4 bar porlam khub sundor hoisa.
-
সাইফুর রহমান ৩০/০৪/২০১৪hmm, khub govir valobasar sorol sikarukti! Khub sundor!
-
অভিজিৎ দাশগুপ্ত ২৯/০৪/২০১৪ভালো লাগল
-
সজল ২৯/০৪/২০১৪bhalo
-
সুবীর কাস্মীর পেরেরা ২৯/০৪/২০১৪অনবদ্য লেগেছে
-
সজল ২৮/০৪/২০১৪bhalo laglo
-
পল্লব ২৮/০৪/২০১৪সুন্দর লিখেছেন। তবে লেখার লাইনগুলোর মাঝখানে ফাঁকা থাকায় দেখতে কেমন যেন লাগছে। লাইনগুলো চাপিয়ে দেয়া যায় না?
-
এস,বি, (পিটুল) ২৮/০৪/২০১৪কবিতাটি ভালো লাগলো কবি।