চুপ করে বসে ছিলাম
কারো কোনও উস্কানিমূলক কথায় কান পাতিনি
চুপ করেই বসে ছিলাম এ বলেছে কি সে বলেছে কি
পাত্তা দেইনি,জানো চুপ করে বসে ছিলাম। রাস্তার লোকে
কত কিছুই তো বলে সব কি শুনতে হয় নাকি ?
কে কি বলল বা বলল না তাঁতে
কি আসে যায় বল ? ভালো তো আমি বেসেছি
পাড়ার লোক কিংবা পাশের বাসার ঐ মেয়েটি বাসেনি ,
তবে কেন শুনবো আমি ওদের কথা ??
কারো কথায় কান দেই নি জানো ?
চুপ করে বসে ছিলাম
আমি বড্ড বোকা এ কথা অনেকেই বলে!!
বলে কি জানো ? বলে একে দিয়ে আর যাই হোক
ভালো কিছু হবে না । আমি কারো কথা কানে নেই নি
বোকা বলল তাঁতে কি আসে যায় ?
কেউ বোকা বলুক বা বুদ্ধু বলুক আমি তো জানি আমি কি ?
সবাই বলে বা না বলে আমি তো জানি আমি কি চাই ।।
আমি কারো কথায় পাত্তা দেই নি জানো !!!
চুপ করে বসে ছিলাম লোক মুখের বলা সেই মরীচিকার অপেক্ষায় ...।।
চুপ করেই বসে ছিলাম এ বলেছে কি সে বলেছে কি
পাত্তা দেইনি,জানো চুপ করে বসে ছিলাম। রাস্তার লোকে
কত কিছুই তো বলে সব কি শুনতে হয় নাকি ?
কে কি বলল বা বলল না তাঁতে
কি আসে যায় বল ? ভালো তো আমি বেসেছি
পাড়ার লোক কিংবা পাশের বাসার ঐ মেয়েটি বাসেনি ,
তবে কেন শুনবো আমি ওদের কথা ??
কারো কথায় কান দেই নি জানো ?
চুপ করে বসে ছিলাম
আমি বড্ড বোকা এ কথা অনেকেই বলে!!
বলে কি জানো ? বলে একে দিয়ে আর যাই হোক
ভালো কিছু হবে না । আমি কারো কথা কানে নেই নি
বোকা বলল তাঁতে কি আসে যায় ?
কেউ বোকা বলুক বা বুদ্ধু বলুক আমি তো জানি আমি কি ?
সবাই বলে বা না বলে আমি তো জানি আমি কি চাই ।।
আমি কারো কথায় পাত্তা দেই নি জানো !!!
চুপ করে বসে ছিলাম লোক মুখের বলা সেই মরীচিকার অপেক্ষায় ...।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/১২/২০১৪এতটা ভালো হবেন না একটু চালাক হবেন...........হাহাহহা।
-
কবি মোঃ ইকবাল ০৭/০৫/২০১৪অনবদ্য লিখনী।
শুভেচ্ছা কবি। -
এস,বি, (পিটুল) ২৮/০৪/২০১৪কবিতাটি ভালো লাগলো, আমার কবিতায় আসার আমন্ত্রন জানাই।
-
পল্লব ২৫/০৪/২০১৪ক্ষেত্রবিশেষে চুপ করে থাকাটাও একটা সমস্যা। আবার অনেক সময় নিজের হিসাব যখন অন্ধ হয়ে যায়, তখন অন্যের দেখানো পথে না হাটলেও পরে সমস্যা বেড়ে যায়।
তো মাসে শুধুমাত্র একটা করে লেখা পাই কেন আপনার?