মরীচিকা
তোমার প্রশস্থ বাহুতে সপেছি নিজেকে বহুবার
পরম মমতায় আলিঙ্গনে জড়িয়েছ তুমি এই আমায়
তোমার নিঃশ্বাসে খুজেছি আমার অস্তিত্ব
তোমার নেশাধরা ঘামের গন্ধে করেছি নিজেকে
মাখামাখি ।। তোমার কথার বেড়াজালে
বারবার হয়েছি মুগ্ধ।। তোমাকে ছুঁয়ে তোমার হয়ে
তোমাকে নিয়েছি আমার করে ...।
কতটা বোকা আমি তাইনা ?
তুমি ছিলে এক মরীচিকা,
মধ্যরাতের দুঃস্বপ্ন ... মায়ায় জড়িয়ে
সেই মায়াকেই তুচ্ছ করে নিজেকে নিয়েছ আপন করে ...
পরম মমতায় আলিঙ্গনে জড়িয়েছ তুমি এই আমায়
তোমার নিঃশ্বাসে খুজেছি আমার অস্তিত্ব
তোমার নেশাধরা ঘামের গন্ধে করেছি নিজেকে
মাখামাখি ।। তোমার কথার বেড়াজালে
বারবার হয়েছি মুগ্ধ।। তোমাকে ছুঁয়ে তোমার হয়ে
তোমাকে নিয়েছি আমার করে ...।
কতটা বোকা আমি তাইনা ?
তুমি ছিলে এক মরীচিকা,
মধ্যরাতের দুঃস্বপ্ন ... মায়ায় জড়িয়ে
সেই মায়াকেই তুচ্ছ করে নিজেকে নিয়েছ আপন করে ...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/১২/২০১৪এমনটাই হয়......................দুঃখজনক।
-
কবি মোঃ ইকবাল ০৭/০৫/২০১৪গভীর ভাবনায় লিখা।
ভালো লাগলো। -
মোঃওবায় দুল হক ২২/০৩/২০১৪অসাধারন কবিতা,ভাল লাগল।যদিও এ দেহ আজ ওঅবদি কাওকে সপিনি আমায় আমি।