আত্মহত্যা
যদি আত্মহত্যা করি
আজ রাতে আমি যদি আত্মহত্যা করি
তবে কে আমাকে মনে রাখবে !!
যদি এই রাত আমার জীবনের শেষ রাত হয়
তবে কার কি আসে যায় ?
যদি এই রাতের সমস্ত অন্ধকার
আমাকে গ্রাস করে_মৃত্যু কষ্টে
নীল হয় বদন তবে
কার কি আসে যায় ?
হয়তো অপমৃত্যুতে
কিছু নিন্দুক মুখ আমাকে
কাপুরুষ বলে আখ্যায়িত করবে!
হয়তো কেউ কেউ আমাকে নিয়ে
কুৎসা রটাবে ...।
হয়তো একান্ত আপন কারো চোখ দিয়ে
গড়িয়ে পড়বে করুনার কষ্ট জল
যদি এই রাতে নিজেকে শেষ করি তবে
কার কি আসে যায় ......?
যদি আত্মহত্যা না করি
যদি শত কষ্ট পাওয়ার পরও
আজ রাতে আত্মহত্যা না করি
তবে কি হবে ?
হয়তো কিছুই হবে না
শুধু ভোরের শিশির দেখতে পারবো
আলতো পায়ে ঘাসের সাথে নিজেকে
মিশিয়ে দিতে পারবো...
কি আর হবে যদি আজ রাতে
না আত্মহত্যা করি
হয়তো বিকেলে করা লিকারে
চা খেতে খেতে টঙে বসে আড্ডা দিতে পারবো !!
হয়তো কিলো রোড এ হাঁটতে পারবো
মিষ্টি আলোর মধ্য দিয়ে...।
কি_ই বা এমন মহাভারত অশুদ্ধ হবে যদি আজ
রাতে আত্মহত্যা না করি ?
কিছুই না......
কিন্তু জীবনের এমন অনেক জিনিস দেখতে পারবো
যা কখনো দেখা হয় নি
আর যা না দেখেলে বুঝতেই পারতাম না
জীবন টা কত সুন্দর !!!!
আজ রাতে আমি যদি আত্মহত্যা করি
তবে কে আমাকে মনে রাখবে !!
যদি এই রাত আমার জীবনের শেষ রাত হয়
তবে কার কি আসে যায় ?
যদি এই রাতের সমস্ত অন্ধকার
আমাকে গ্রাস করে_মৃত্যু কষ্টে
নীল হয় বদন তবে
কার কি আসে যায় ?
হয়তো অপমৃত্যুতে
কিছু নিন্দুক মুখ আমাকে
কাপুরুষ বলে আখ্যায়িত করবে!
হয়তো কেউ কেউ আমাকে নিয়ে
কুৎসা রটাবে ...।
হয়তো একান্ত আপন কারো চোখ দিয়ে
গড়িয়ে পড়বে করুনার কষ্ট জল
যদি এই রাতে নিজেকে শেষ করি তবে
কার কি আসে যায় ......?
যদি আত্মহত্যা না করি
যদি শত কষ্ট পাওয়ার পরও
আজ রাতে আত্মহত্যা না করি
তবে কি হবে ?
হয়তো কিছুই হবে না
শুধু ভোরের শিশির দেখতে পারবো
আলতো পায়ে ঘাসের সাথে নিজেকে
মিশিয়ে দিতে পারবো...
কি আর হবে যদি আজ রাতে
না আত্মহত্যা করি
হয়তো বিকেলে করা লিকারে
চা খেতে খেতে টঙে বসে আড্ডা দিতে পারবো !!
হয়তো কিলো রোড এ হাঁটতে পারবো
মিষ্টি আলোর মধ্য দিয়ে...।
কি_ই বা এমন মহাভারত অশুদ্ধ হবে যদি আজ
রাতে আত্মহত্যা না করি ?
কিছুই না......
কিন্তু জীবনের এমন অনেক জিনিস দেখতে পারবো
যা কখনো দেখা হয় নি
আর যা না দেখেলে বুঝতেই পারতাম না
জীবন টা কত সুন্দর !!!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/১২/২০১৪মরিতে চাই না আমি সুন্দর এ ভুবনে .মানেবর মাঝে আমি বাচিবারে চাই...................
-
কবি মোঃ ইকবাল ০৭/০৫/২০১৪আমার পড়া কবিতাগুচ্ছের মধ্যে অসাধারণ ভালো লাগার একটি কবিতা এটি।
-
এস,বি, (পিটুল) ২৮/০৪/২০১৪chomot-kar