হৃদয়াধিকার
আমি তো তেমন কিছু চাইনি
চাইনি তোমার হৃদয়ে
আমার অধিকার।
শুধু চেয়েছি একটু হেসে তাকাও
আমার দিকে,
আমি তো তেমন কিছু চাইনি
চাইনি হতে তোমার গল্পের নায়িকা
কিংবা চাইনি তোমার এলোমেলো
কবিতাগুলো লিখা হোক আমার জন্য ,
শুধুই চেয়েছি একটিবার আমাকে শোনাও
ঐ মুগ্ধ করা কবিতার দুটি লাইন,
আমি তো তেমন কিছুই চাইনি
চাইনি ভোরে তোমার ঘুমভাঙানি
পাখির গান হতে,
চাইনি অঝোর বরষায় বৃষ্টির পানি
হয়ে তোমায় ছুঁয়ে যেতে ,
শুধুই চেয়েছি বৃষ্টির দিনে এক
কাপ কড়া লিকারে চা বানিয়ে
তোমাকে বলতে, চা খাবে ?
আমি চাইনি তোমার শাসন
অথবা আদর ,
চাইনি কখনো আমার হাতটি ধরে
বল, বালিকা তোমায় ভালোবাসি !
শুধু চেয়েছি একবার শুধু একবার
এই চোখের দিকে তাকিয়ে বল
ভালবাসিনা তবু কোথায় যেন
অনুভূত হয় একটু মায়া ...
আমি তো তেমন কিছু চাইনি
চাইনি রাত জেগে কবিতা
লেখার ফাঁকে তোমাকে
বিরক্ত করতে...
শুধু চেয়েছি আমার ভালবাসা
দিয়ে দূর থেকে তোমায়
ছুঁয়ে যেতে ............।।
চাইনি তোমার হৃদয়ে
আমার অধিকার।
শুধু চেয়েছি একটু হেসে তাকাও
আমার দিকে,
আমি তো তেমন কিছু চাইনি
চাইনি হতে তোমার গল্পের নায়িকা
কিংবা চাইনি তোমার এলোমেলো
কবিতাগুলো লিখা হোক আমার জন্য ,
শুধুই চেয়েছি একটিবার আমাকে শোনাও
ঐ মুগ্ধ করা কবিতার দুটি লাইন,
আমি তো তেমন কিছুই চাইনি
চাইনি ভোরে তোমার ঘুমভাঙানি
পাখির গান হতে,
চাইনি অঝোর বরষায় বৃষ্টির পানি
হয়ে তোমায় ছুঁয়ে যেতে ,
শুধুই চেয়েছি বৃষ্টির দিনে এক
কাপ কড়া লিকারে চা বানিয়ে
তোমাকে বলতে, চা খাবে ?
আমি চাইনি তোমার শাসন
অথবা আদর ,
চাইনি কখনো আমার হাতটি ধরে
বল, বালিকা তোমায় ভালোবাসি !
শুধু চেয়েছি একবার শুধু একবার
এই চোখের দিকে তাকিয়ে বল
ভালবাসিনা তবু কোথায় যেন
অনুভূত হয় একটু মায়া ...
আমি তো তেমন কিছু চাইনি
চাইনি রাত জেগে কবিতা
লেখার ফাঁকে তোমাকে
বিরক্ত করতে...
শুধু চেয়েছি আমার ভালবাসা
দিয়ে দূর থেকে তোমায়
ছুঁয়ে যেতে ............।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৭/০৫/২০১৪
-
אולי כולנו טועים ০১/০১/২০১৪নববর্ষের
শুভেচ্ছা -
এফ সাকি ৩১/১২/২০১৩তোমার চাওয়া ছোট্ট এত
তাই পারি নি দিতে,
চাই জড়িয়ে থাকো মনে
যেনো কাঁথা শীতে। -
ফারুক আজিজ ৩১/১২/২০১৩নিরেট ভালোবাসার এক ফালি চাঁদ যেন উদিত হলো..
-
সহিদুল হক ৩০/১২/২০১৩অসাধারণ, নিঃশর্ত ভালাবাসার এই কবিতাখানি!
অসাধারণ।