অহেতুক
খুব করে চাই তা কিন্তু না
তবে চাই না এমন কিন্তু না
শুধু এত টুকু জানি
তোমার প্রত্যেকটা পদক্ষেপ
করি পর্যবেক্ষণ
কখন কি কর আর
কখন কি কর না সব
কিভাবে তুমি চায়ে চুমুক দাও
চায়ের মধ্যে গলে যাওয়া বিস্কুট
তুলে খাও, কিভাবে বন্ধুদের খাওয়া
সিগারেটের বিচ্ছিরী গন্ধে নাক ছিটকাও
কিভাবে ফুচকা চটপটি খাও
অমৃত স্বাদ নিয়ে
সব দেখি সব...
আমি জানি তুমি আহামরি কিছু নও
নও কোন সেলিব্রেটি
তোমার হাসি তোমার কথা
তোমার গলায় গাওয়া
যেকোনো গান
সবই সাধারন
কিন্তু আমার কাছে
অসাধারন ঠিক যেন তোমার
খাওয়া অমৃত ফুচকার মতন
তোমার সব কিছু আমি খেয়েল করি
কিন্তু আমি জানি আমি
তেমন কেউ নই তোমার জন্য।।
তোমার প্রেমে পাগল হওয়া
অন্য দশটা মেয়ের মতই
তবু কেন জানি বলতে ইচ্ছে হয়
শোনেন সাহেব অন্য দশটা মেয়ের
চেয়ে তোমায় বেশি ভালবাসি ...।।
তবে চাই না এমন কিন্তু না
শুধু এত টুকু জানি
তোমার প্রত্যেকটা পদক্ষেপ
করি পর্যবেক্ষণ
কখন কি কর আর
কখন কি কর না সব
কিভাবে তুমি চায়ে চুমুক দাও
চায়ের মধ্যে গলে যাওয়া বিস্কুট
তুলে খাও, কিভাবে বন্ধুদের খাওয়া
সিগারেটের বিচ্ছিরী গন্ধে নাক ছিটকাও
কিভাবে ফুচকা চটপটি খাও
অমৃত স্বাদ নিয়ে
সব দেখি সব...
আমি জানি তুমি আহামরি কিছু নও
নও কোন সেলিব্রেটি
তোমার হাসি তোমার কথা
তোমার গলায় গাওয়া
যেকোনো গান
সবই সাধারন
কিন্তু আমার কাছে
অসাধারন ঠিক যেন তোমার
খাওয়া অমৃত ফুচকার মতন
তোমার সব কিছু আমি খেয়েল করি
কিন্তু আমি জানি আমি
তেমন কেউ নই তোমার জন্য।।
তোমার প্রেমে পাগল হওয়া
অন্য দশটা মেয়ের মতই
তবু কেন জানি বলতে ইচ্ছে হয়
শোনেন সাহেব অন্য দশটা মেয়ের
চেয়ে তোমায় বেশি ভালবাসি ...।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৭/০৫/২০১৪
-
এফ সাকি ২৩/১২/২০১৩খুব সুন্দর! আরো সুন্দরতম হোক।খেয়ালে একটু খেয়াল রাখা প্রয়োজন ছিল।
ভালো থাকবেন নিরবধি।