মৃত্যু
ঝাপসা চোখে তাকিয়ে আমি মৃত্যুর স্পর্শ পাই ...
যেখানে তাকাই শুধুই আঁধার, আলোর চিহ্নটুকু নাই ...।।
ভাবিনি আমি এত সহজ স্পর্শ মৃত্যুর স্বাদ ।।
জীবন সে তো নয় সহজলভ্য যেখানে মৃত্যু করে আবাদ ..........
যেখানে তাকাই শুধুই আঁধার, আলোর চিহ্নটুকু নাই ...।।
ভাবিনি আমি এত সহজ স্পর্শ মৃত্যুর স্বাদ ।।
জীবন সে তো নয় সহজলভ্য যেখানে মৃত্যু করে আবাদ ..........
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৭/০৫/২০১৪সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
-
সুলতান মাহমুদ ২৮/১১/২০১৩দারুন লিখেছেন
-
সায়েম খান ২৮/১১/২০১৩ভাল লাগল টুনি কবিতা। আমার বাড়িতে আর বেড়াতে আসেন না কেন?