স্মৃতি অসুখ
হে অতীত তোমাকে দিয়েছি বিদায় কবে
ভুলতে বসেছিলাম সবে
তবু কেন আসো বার বার ফিরে
মনের আঙ্গিনা জুড়ে
যা যা স্মৃতি দিয়েছ তুমি
দুঃখ আর সুখ
সবই এখন শুধুই
মনের অসুখ ......... ।।
ভুলতে বসেছিলাম সবে
তবু কেন আসো বার বার ফিরে
মনের আঙ্গিনা জুড়ে
যা যা স্মৃতি দিয়েছ তুমি
দুঃখ আর সুখ
সবই এখন শুধুই
মনের অসুখ ......... ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ১৪/১১/২০১৩khub sundor... mayabi kobita
-
আব্দুল হালিম ১৩/১১/২০১৩আমার ছোট্ট ফাম্মী এত সুন্দর কবিতা, গল্প লিখতে পারে জেনে আমার হৃদয় পুলকিত। দোয়া রইল।
-
সায়েম খান ১৩/১১/২০১৩যে দিন চলে গেছে সে দিন আর ফিরে আসবেনা। অতীতকে না ভেবে আগামীকে নিয়ে ভাবাটাই বুদ্ধিমানের কাজ।
-
জহির রহমান ১২/১১/২০১৩
-
সহিদুল হক ১২/১১/২০১৩এই অসুখ খুবই স্বাভাবিক এবং সবারই আছে।
"রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে।"
খুব ভাল লাগলো কবিতা!ভাল থাকবেন। -
রাশেদ আহমেদ শাওন ১২/১১/২০১৩অতীত ছাড়া তো জীবন অপূর্ণ
-
জহির রহমান ১২/১১/২০১৩অতীতকে চাইলেই বিদায় করা যায়না আপি...। অনেক কষ্টকর একটা কাজ। আর প্রিয় মানুষের হলেতো কোন কথাই নাই! যত বেশি ভুলতে চাইবেন তত বেশি মনে পড়বেন। এজন্য ভুলার সহজ পদ্ধতি হলো ভুলতে না চাওয়া। নিশ্চিত ভুলে যাওয়া যায়... (পরীক্ষিত ফর্মূলা )
কবিতা ভালো লেগেছে। শুভ কামনা।