হয়ত দেখা হবে
আবার কোন একদিন
কোন এক পথের শেষে
দেখা হবে
দেখা হবে হয়ত সেই
পুরনো বাসাটার গলিতে
হয়ত দেখা হবে
দেখা হবে সেই
রাস্তার মোড়ের
দোকানটাতে
হয়ত দেখা হবে
এক গুচ্ছ গোলাপ হাতে
হয়ত দেখা হবে
কোন এক জোছনা রাতে
আবার হয়ত দেখা হবে
দেখা হবে আমার
সেই পুরনো
তোমার সাথে...।
কোন এক পথের শেষে
দেখা হবে
দেখা হবে হয়ত সেই
পুরনো বাসাটার গলিতে
হয়ত দেখা হবে
দেখা হবে সেই
রাস্তার মোড়ের
দোকানটাতে
হয়ত দেখা হবে
এক গুচ্ছ গোলাপ হাতে
হয়ত দেখা হবে
কোন এক জোছনা রাতে
আবার হয়ত দেখা হবে
দেখা হবে আমার
সেই পুরনো
তোমার সাথে...।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ১৪/১১/২০১৩khub bhalo laaglo
-
ইসমাত ইয়াসমিন ১২/১১/২০১৩হয়ত দেখা হবে
রোকেয়া হলের গেটে,
প্রিয় হাকিম চত্বরে,
ডাচের পিছনে। বা
টি এস সির বারান্দায়"
দেখা হবে একদিন।
ভাল লাগল।। শুভকামনা আপনার জন্য। -
সায়েম খান ১২/১১/২০১৩পৃথিবীটা গোল যেভাবেই হোক
দেখা হবে একদিন,
দিনটি যে কবে সেইকথা নেই জানা...
অনেক ধন্যবাদ সুন্দর কবিতার জন্য। আমার ব্লগে দাওয়াত রইলো। -
জহির রহমান ১১/১১/২০১৩দেখা যে হতেই হবে
না হলেতো নাই উপায়
এতসব স্মৃতি ভুলে
কোথায় তুমি যাও লুকায়?
দেখা হবে পথের শেষে
পুরনো সে বাড়িতে
দেখা হবে সে রাস্তার মোড়ে
অথবা সে গাড়িতে।
দেখা যে হতেই হবে
না হলেতো নাই উপায়
এক গুচ্ছ গোলাপ হাতে
যেই রাত ভেজা জোছনায়।
দেখা যে হতেই হবে
না হলেতো নাই উপায়
পুরনো সে তোমার সাথে
বেলি ফুল দিবো খোঁপায়।
- ভালো লেগেছে আপু। -
চিন্তাশীল সঞ্জয় ১১/১১/২০১৩হয়তো দেখা হবে
হয়তো না।