www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হয়ত দেখা হবে

আবার কোন একদিন
কোন এক পথের শেষে
দেখা হবে
দেখা হবে হয়ত সেই
পুরনো বাসাটার গলিতে

হয়ত দেখা হবে
দেখা হবে সেই
রাস্তার মোড়ের
দোকানটাতে

হয়ত দেখা হবে
এক গুচ্ছ গোলাপ হাতে
হয়ত দেখা হবে
কোন এক জোছনা রাতে

আবার হয়ত দেখা হবে
দেখা হবে আমার
সেই পুরনো
তোমার সাথে...।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ১৪/১১/২০১৩
    khub bhalo laaglo
  • ইসমাত ইয়াসমিন ১২/১১/২০১৩
    হয়ত দেখা হবে
    রোকেয়া হলের গেটে,
    প্রিয় হাকিম চত্বরে,
    ডাচের পিছনে। বা
    টি এস সির বারান্দায়"
    দেখা হবে একদিন।
    ভাল লাগল।। শুভকামনা আপনার জন্য।
  • সায়েম খান ১২/১১/২০১৩
    পৃথিবীটা গোল যেভাবেই হোক
    দেখা হবে একদিন,
    দিনটি যে কবে সেইকথা নেই জানা...
    অনেক ধন্যবাদ সুন্দর কবিতার জন্য। আমার ব্লগে দাওয়াত রইলো।
  • জহির রহমান ১১/১১/২০১৩
    দেখা যে হতেই হবে
    না হলেতো নাই উপায়
    এতসব স্মৃতি ভুলে
    কোথায় তুমি যাও লুকায়?
    দেখা হবে পথের শেষে
    পুরনো সে বাড়িতে
    দেখা হবে সে রাস্তার মোড়ে
    অথবা সে গাড়িতে।
    দেখা যে হতেই হবে
    না হলেতো নাই উপায়
    এক গুচ্ছ গোলাপ হাতে
    যেই রাত ভেজা জোছনায়।
    দেখা যে হতেই হবে
    না হলেতো নাই উপায়
    পুরনো সে তোমার সাথে
    বেলি ফুল দিবো খোঁপায়।
    - ভালো লেগেছে আপু।
    • ফাহমিদা ফাম্মী ১১/১১/২০১৩
      কি বলব অসাধারন লিখছেন ভাই :)
      • জহির রহমান ১২/১১/২০১৩
        আমি কি আপনার কবিতা আর আমার এই কবিতাটি একত্রে একটা পোস্ট করতে পারি? অনেকটা কথোপকথন স্টাইলে?
        উদাহরণঃ
        ফাম্মীঃ
        আবার কোন একদিন
        কোন এক পথের শেষে
        দেখা হবে
        দেখা হবে হয়তো সেই
        পুরনো বাসাটার গলিতে
        জহিরঃ
        দেখা যে হতেই হবে
        না হলেতো নাই উপায়
        এতসব স্মৃতি ভুলে
        কোথায় তুমি যাও লুকায়?
      • জহির রহমান ১২/১১/২০১৩
        thanks ফাম্মীপু...
  • চিন্তাশীল সঞ্জয় ১১/১১/২০১৩
    হয়তো দেখা হবে
    হয়তো না।
 
Quantcast