দূরত্ব
দূরত্ব বেরে গেছে ক্রমাগত
ঠিক পৃথিবীর এক প্রান্ত আর অন্য প্রান্ত
হয়ত আয়তনের দূরত্বটা ততটা নয়
যত টা মনের...
এখন জানিনা কি করছ
হয়ত কোন নতুন গানের সুর তুলছ
নয়ত করছ ঠাট্টা মশকরা কোন
অপরিচিত নম্বারে ফোন দিয়ে
জানিনা এখন আগের মতো
ভুলো মন নিয়ে সব ভুলে যাও
নাকি মনে থাকে সব কিছু
জানিনা এখন ঠিক মতো
দাড়ি কাটো নাকি ভুলে যাও
সপ্তাহের পর সপ্তাহ,
জানিনা এখন কে তোমাকে
সব মনে করিয়ে দেয়,
কুট কুট করে সবকিছু,
বার বার ই চাই দূরত্ব টা মুছে দিতে
পারিনা, মনের দূরত্ব যে চাইলেও
দূর করা যায় না ......।।
ঠিক পৃথিবীর এক প্রান্ত আর অন্য প্রান্ত
হয়ত আয়তনের দূরত্বটা ততটা নয়
যত টা মনের...
এখন জানিনা কি করছ
হয়ত কোন নতুন গানের সুর তুলছ
নয়ত করছ ঠাট্টা মশকরা কোন
অপরিচিত নম্বারে ফোন দিয়ে
জানিনা এখন আগের মতো
ভুলো মন নিয়ে সব ভুলে যাও
নাকি মনে থাকে সব কিছু
জানিনা এখন ঠিক মতো
দাড়ি কাটো নাকি ভুলে যাও
সপ্তাহের পর সপ্তাহ,
জানিনা এখন কে তোমাকে
সব মনে করিয়ে দেয়,
কুট কুট করে সবকিছু,
বার বার ই চাই দূরত্ব টা মুছে দিতে
পারিনা, মনের দূরত্ব যে চাইলেও
দূর করা যায় না ......।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ১১/১১/২০১৩
-
Înšigniã Āvî ০৭/১১/২০১৩darun laaglo....
vison saboleel aabeghghono lekha -
মীর শওকত ০৭/১১/২০১৩সুন্দর প্রকাশ ভঙ্গি ।বেশ লাগল । সুস্থ থাকুন ।
-
ওয়াহিদ ০৭/১১/২০১৩Valo Laglo ......
Shuvo Kamona -
মহিউদ্দিন হেলাল ০৭/১১/২০১৩দারুণ উপস্থাপনা, চমৎকার সমাপ্তি !
-
সহিদুল হক ০৭/১১/২০১৩খুব ভাল লাগলো কবিতা। মনের আবেগ সুন্দরভাবে প্রকাশ পেয়েছে কবিতায়। শুভেচ্ছা রইলো।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৭/১১/২০১৩খুববই চমৎকার।সেই সাথে নষ্টালজিক।ভালোো লাগলো।তবে অপরিচিত নম্বরে মসকারি করা ভালো লক্ষণ ছিলো না।
দু'জন আজ দু'প্রান্ত
কিন্তু তুমিকি ভুলে গেছো
মন দু'টি মিলে একান্তে!
জানিনা আমি গাইতো গান
সুর তুলাতো দূরে থাক
তুমিতো এসব ভালোই জানো
তবুও কেন বাজাও ঢাক!
ঠাট্টা মশকরা করছিনা আর
যেদিন তুমি বুঝলে ভুল
শেষ কথাগুলো রাখছি মনে
যাইনি ভুলে এক চুল।
এখনো নিত্য ভুলি কিছু
তোমায় ভুলতে পারলাম কই
আসলে নিছি তোমার পিছু
তাইতো মনে রাখি সই।
দাঁড়ি কাটিনা এখন আর
এগুলো রয় গাল জুড়ে
এভাবে করছি সপ্তাহ পার
শুনে কি তোমার মন পুড়ে?
এখন আমি দিবানিশি
সাধনা করে রাখি মনে
দুরত্বটা কমিয়ে আনি
থেকোনা আর দুরে সরে।
- সুন্দর একটা কবিতা। হৃদয় ছুঁয়ে গেছে ফাম্মী আপু। 'তুমি' সম্বোধনের জন্য sorry.
শুভকামনা...