অতঃপর আমি
কতশত বার ভেবেছি
ভালবাসব না
ভেবেছি তাকাব না ফিরে
ভেবেছি নির্মম ভাবে
ফিরিয়ে দেবো তোমায়...
বার বার নেড়েছ হৃদয়ে কড়া
মনে কোন আক্ষেপ ছাড়া
অতঃপর আর পারিনি
ভালবাসব না ভেবেও
বেসেছি ভালো
এতটা বেসেছি যতটা হয়ত
তুমিও বাসনি কখনো
এতটা হয়ত আমাকে
তুমিও চাওনি
যতটা চেয়েছি আমি,
তোমাতে মিশে তোমাকে
ছোঁব ভেবেও ছুইনি কখনো
ভেবেছি, থাকনা অস্পর্শই মন
হোক না মনে যতই জ্বালাতন
কেবলই ভেবেছি
থাক না আবেগ নিরলিপ্ততা
যা দিয়েছে জীবনে গতিময়তা
হয়ত কখনো
শত সংশয় ভুলে
ভালবাসি বলব তোমায়
কিন্তু সেদিন তোমার মনে থাকবে তো আমায় ?
ভালবাসব না
ভেবেছি তাকাব না ফিরে
ভেবেছি নির্মম ভাবে
ফিরিয়ে দেবো তোমায়...
বার বার নেড়েছ হৃদয়ে কড়া
মনে কোন আক্ষেপ ছাড়া
অতঃপর আর পারিনি
ভালবাসব না ভেবেও
বেসেছি ভালো
এতটা বেসেছি যতটা হয়ত
তুমিও বাসনি কখনো
এতটা হয়ত আমাকে
তুমিও চাওনি
যতটা চেয়েছি আমি,
তোমাতে মিশে তোমাকে
ছোঁব ভেবেও ছুইনি কখনো
ভেবেছি, থাকনা অস্পর্শই মন
হোক না মনে যতই জ্বালাতন
কেবলই ভেবেছি
থাক না আবেগ নিরলিপ্ততা
যা দিয়েছে জীবনে গতিময়তা
হয়ত কখনো
শত সংশয় ভুলে
ভালবাসি বলব তোমায়
কিন্তু সেদিন তোমার মনে থাকবে তো আমায় ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ১০/১১/২০১৩
-
আহমাদ সাজিদ ০৬/১১/২০১৩অতঃপর ব্যাপারটা ভাল লাগল.....
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৬/১১/২০১৩খুবই চমৎকার অনুভূতি ফুটিয়ে তুলেছেন কবিতা য়।সত্যিই খুব ভালো হয়েছে।
-
জহির রহমান ০৬/১১/২০১৩ফাটাফাটি!!!
শত সংশয় ভুলে
ভালবাসি বলব তোনায়"--খুব সুন্দর কবিতা।এই 'হয়তো'
কথাটা অনেক ক্ষেত্রে জীবনভর থেকে যায় এবং সেটাই জীবনের ট্র্যাজিড॥ কবিতার আসরে আমার "প্রথম প্রেমের কবিতা' এবং "নন্দিনী আজও যে তোকে মনে পড়ে" নামক দুটি সিরিজ আছে। পড়ে মতামত জানালে খুশি হবো।