খুব ভালবাসি
খুব ভাবে ভালবাসি বলেই
হয়ত তোকে হারিয়েছি বারবার
ছাইচাপা দিয়েছি হৃদয়ে অনল
খুব বেশি ভালবাসি বলেই হয়ত
রুক্ষ ঠোটের হাসিতে
জানিয়েছি চির বিদায়
খুব বেশি কাছে যাওয়ার ইচ্ছাই হয়ত
অপমানের গ্লানি দিয়েছে মাথায় যন্ত্রণার মুকুট
খুব বেশি ভালবাসি বলেই হয়ত
দ্রোহে আত্মা চূর্ণ বিচূর্ণ হয়েছে
অন্য কারো হাতে তোর হাত দেখে,
খুব বেশি ভালবাসি বলেই হয়ত
একমাত্র অবলম্বনকে করেছি
নিজ হাতে খুন
তোর শরীরের শেষ রক্ত বিন্দুটাকে
করেছি আলিঙ্গন
খুব বেশি ভালবাসি বলেই হয়ত
তোকে হারালাম শেষ বার
তাই এখন আর নেই ভয়
হৃদয় হারাবার ......।।
হয়ত তোকে হারিয়েছি বারবার
ছাইচাপা দিয়েছি হৃদয়ে অনল
খুব বেশি ভালবাসি বলেই হয়ত
রুক্ষ ঠোটের হাসিতে
জানিয়েছি চির বিদায়
খুব বেশি কাছে যাওয়ার ইচ্ছাই হয়ত
অপমানের গ্লানি দিয়েছে মাথায় যন্ত্রণার মুকুট
খুব বেশি ভালবাসি বলেই হয়ত
দ্রোহে আত্মা চূর্ণ বিচূর্ণ হয়েছে
অন্য কারো হাতে তোর হাত দেখে,
খুব বেশি ভালবাসি বলেই হয়ত
একমাত্র অবলম্বনকে করেছি
নিজ হাতে খুন
তোর শরীরের শেষ রক্ত বিন্দুটাকে
করেছি আলিঙ্গন
খুব বেশি ভালবাসি বলেই হয়ত
তোকে হারালাম শেষ বার
তাই এখন আর নেই ভয়
হৃদয় হারাবার ......।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ০৫/১১/২০১৩খুব বেশি ভালবাসতে নেই...
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৫/১১/২০১৩চমৎকার কবিতা
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/১১/২০১৩ভালো হয়েছে।
-
মীর শওকত ০৫/১১/২০১৩চমৎকার আবেগ জড়িত কবিতা। খুবই ভালো লেগেছে। ধন্যবাদ কবি।