বলা না বলা
তোমাকে বলা না বলা কথাটা
না বলাই থেকে গেলো
কত বার তোমাকে ছুঁয়ে দিতে গিয়ে
না ছোঁয়া রয়ে গেলো হৃদয়
হয়ত ত্রুটি ছিল আবেগে
হয়ত ত্রুটি ছিল প্রকাশে
থাকুক না ত্রুটি
প্রকাশে আর আবেগে
তবু তো ভালবাসা ছিল
এ হৃদয়ে অক্ষয় .........।।
ফাম্মি ১৯/০৯/২০১৩
না বলাই থেকে গেলো
কত বার তোমাকে ছুঁয়ে দিতে গিয়ে
না ছোঁয়া রয়ে গেলো হৃদয়
হয়ত ত্রুটি ছিল আবেগে
হয়ত ত্রুটি ছিল প্রকাশে
থাকুক না ত্রুটি
প্রকাশে আর আবেগে
তবু তো ভালবাসা ছিল
এ হৃদয়ে অক্ষয় .........।।
ফাম্মি ১৯/০৯/২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শামসুল বাসিত শেরো ০৫/১১/২০১৩ভাল-ভাল হয়েছে, আগে দেখা হয়নি,এটা কি ফেসবুকে ছিল?
-
সায়েম খান ০৫/১১/২০১৩প্রতিদান চায়না এমনও কিছু কিছু প্রেম হয়,
কিছু প্রেম দূরে সরিয়ে দেয়,
দূর থেকে শুধু ভালবেসে যায়।
ধন্যবাদ সুন্দর কবিতার জন্য। -
alamin Bapary ০৪/১১/২০১৩খুব ভাল হয়েছে. ধন্যবাদ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৪/১১/২০১৩ওয়াও! খুব ভালো লাগলো।চমৎকার।
-
Înšigniã Āvî ০৪/১১/২০১৩eta kintu sompurno aabeger lekha.... ektu ovimanio mone holo,
kintu valobasa to valobasai hoy jodio taar aabeg hoito sobai bujhte paare naa . -
জহির রহমান ০৪/১১/২০১৩অনেক অনেক সুন্দর একটা কবিতা আপু। আমার বেশ ভালো লেগেছে। আমি প্রতিদিন একজনকে একটা চিরকুট লিখি। আজকে এ কবিতাটিই লিখে দিবো...
শুভকামনা কবি...