এমন তো হবার কথা ছিল না
এমন তো হবার কথা ছিল না
আকাশ ভেঙ্গে বৃষ্টি নামবে
অথচ আমি ভিজবো না
এমন তো হবার কথা ছিল না
শিউলী তলায় ফুলগুলো শুকাবে
অথচ আমি কুড়াব না
এমন তো হবার কথা ছিল না
তার চলে যাওয়াটা যত টা না
ব্যথিত করেছিল আমায়
তার ফিরে আসাটা ততটা কাঁদাবে না।
এমন তো হবার কথা ছিল না
যে আমি হাজার বার হাজার রকম ভাবে
ভালবেসেছি সেই আমি ফিরিয়ে দেবো তাকে
এমন তো হবার কথা ছিল না ...।
27 September 2013
আকাশ ভেঙ্গে বৃষ্টি নামবে
অথচ আমি ভিজবো না
এমন তো হবার কথা ছিল না
শিউলী তলায় ফুলগুলো শুকাবে
অথচ আমি কুড়াব না
এমন তো হবার কথা ছিল না
তার চলে যাওয়াটা যত টা না
ব্যথিত করেছিল আমায়
তার ফিরে আসাটা ততটা কাঁদাবে না।
এমন তো হবার কথা ছিল না
যে আমি হাজার বার হাজার রকম ভাবে
ভালবেসেছি সেই আমি ফিরিয়ে দেবো তাকে
এমন তো হবার কথা ছিল না ...।
27 September 2013
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩১/১০/২০১৩ভালো লাগলো।খুবই চমৎকার উপস্থাপন।
-
সায়েম খান ৩১/১০/২০১৩ভাঙ্গা মন নিয়ে তুমি আর কেঁদোনা, সব চাওয়া পৃথিবীতে পাওয়া হয়না...
-
Înšigniã Āvî ৩০/১০/২০১৩যা হওয়ার থাকেনা তাই হয়....
খুব ভালো লিখেছেন । -
জহির রহমান ৩০/১০/২০১৩সত্যিই এমন অনেক কিছুই হবার কথা থাকেনা, কিন্তু বাস্তব জীবনে খুব বার বার না হওয়ার ব্যাপার গুলো হতে থাকে।
কবিতা ভালো লেগেছে।
আমার শুভেচ্ছ নিন কবিপু...