সময়ের ব্যবধান
পুরানো কিছু জঞ্জাল
ঘাটাঘাটি করে পেলাম কিছু
অতি প্রয়োজনীয় মূল্যবান জিনিস,
যার সম্পূর্ণ আবরন
ঘিরে রয়েছে কিছু
মাকড়শার জালের আস্তরন,
কোমল হাতে স্পর্শ করলাম
যেন কোন ক্ষতি না হয়
প্রথম পাতাটা পড়তেই
ভুলে যেতে চাওয়া সব স্মৃতি
ভেসে উঠলো চোখের সামনে
তীব্র কষ্টে জর্জরিত হৃদয়কুল
করে উঠলো হাহাকার
যতই পাতা বাড়তে থাকল
কষ্টের পরিমান টাও বাড়ল
সমানুপাতিক হারে
ভীষণ ভাবে আমার আষ্টড়ে পৃষ্টরে
আলিঙ্গনে জড়িয়ে নিলাম
চিঠিগুলোকে
যেভাবে আলিঙ্গনে
জড়াতাম তোমাকে
ঠিক সেই ভাবে,,,
বড্ড বদলে গেছো তুমি
হয়ত আমিও বদলে গেছি
সময়ের ব্যবধানে ...
ফাম্মী
ঘাটাঘাটি করে পেলাম কিছু
অতি প্রয়োজনীয় মূল্যবান জিনিস,
যার সম্পূর্ণ আবরন
ঘিরে রয়েছে কিছু
মাকড়শার জালের আস্তরন,
কোমল হাতে স্পর্শ করলাম
যেন কোন ক্ষতি না হয়
প্রথম পাতাটা পড়তেই
ভুলে যেতে চাওয়া সব স্মৃতি
ভেসে উঠলো চোখের সামনে
তীব্র কষ্টে জর্জরিত হৃদয়কুল
করে উঠলো হাহাকার
যতই পাতা বাড়তে থাকল
কষ্টের পরিমান টাও বাড়ল
সমানুপাতিক হারে
ভীষণ ভাবে আমার আষ্টড়ে পৃষ্টরে
আলিঙ্গনে জড়িয়ে নিলাম
চিঠিগুলোকে
যেভাবে আলিঙ্গনে
জড়াতাম তোমাকে
ঠিক সেই ভাবে,,,
বড্ড বদলে গেছো তুমি
হয়ত আমিও বদলে গেছি
সময়ের ব্যবধানে ...
ফাম্মী
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৫/১১/২০১৩সবাই বদলায় সময়ের ব্যাবধানে কিন্তু মন পুরো বশ মানানো আসলেই প্রায় অসম্ভব। পরিবর্তনটা বাহ্যিক নিজেকে ধোকা দেওয়া ছাড়া কিছুনা । গভীর থেকে দেখলে বোঝা যায় মন এখনো কাঁদে পুরানো দিনের হারানো সুখের নেশায়। অসাধারন কবিতা
-
জহির রহমান ০৪/১১/২০১৩"বড্ড বদলে গেছো তুমি
হয়তো আমিও বদলে গেছি
সময়ের ব্যবধানে..."
- অনেক সুন্দর লিখেছেন আপু। -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৯/১০/২০১৩খুব ভালো লাগলো নষ্টালজিক কবিতা।
-
আরজু নাসরিন পনি ২৯/১০/২০১৩হ্যাঁ, সময়ের ব্যবধানে মানুষগুলো বদলে যায়, কিন্তু ভালোবাসারা বদলায় না ।
স্মৃতিময় লেখার সুন্দর প্রকাশ ।
শুভেচ্ছা রইল ।।