www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সময়ের ব্যবধান

পুরানো কিছু জঞ্জাল
ঘাটাঘাটি করে পেলাম কিছু
অতি প্রয়োজনীয় মূল্যবান জিনিস,
যার সম্পূর্ণ আবরন
ঘিরে রয়েছে কিছু
মাকড়শার জালের আস্তরন,
কোমল হাতে স্পর্শ করলাম
যেন কোন ক্ষতি না হয়
প্রথম পাতাটা পড়তেই
ভুলে যেতে চাওয়া সব স্মৃতি
ভেসে উঠলো চোখের সামনে
তীব্র কষ্টে জর্জরিত হৃদয়কুল
করে উঠলো হাহাকার
যতই পাতা বাড়তে থাকল
কষ্টের পরিমান টাও বাড়ল
সমানুপাতিক হারে
ভীষণ ভাবে আমার আষ্টড়ে পৃষ্টরে
আলিঙ্গনে জড়িয়ে নিলাম
চিঠিগুলোকে
যেভাবে আলিঙ্গনে
জড়াতাম তোমাকে
ঠিক সেই ভাবে,,,
বড্ড বদলে গেছো তুমি
হয়ত আমিও বদলে গেছি
সময়ের ব্যবধানে ...

ফাম্মী
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সবাই বদলায় সময়ের ব্যাবধানে কিন্তু মন পুরো বশ মানানো আসলেই প্রায় অসম্ভব। পরিবর্তনটা বাহ্যিক নিজেকে ধোকা দেওয়া ছাড়া কিছুনা । গভীর থেকে দেখলে বোঝা যায় মন এখনো কাঁদে পুরানো দিনের হারানো সুখের নেশায়। অসাধারন কবিতা
    • ফাহমিদা ফাম্মী ০৫/১১/২০১৩
      অতীত এর দুঃখ যেমন কাঁদায় সুখ ও তেমনি কাঁদায় :)
      • হ্যা ঠিক তাই। মানুষের সুখের আকুলতা সবসময়ই থাকে আর যত বড় হয় উপভোগ করার ক্ষমতা কমতে থাকে আর ভাবে আগে কি ভালই না ছিলাম। আব্দুল করিমের গান মনে পড়ছে "আগে কি সুন্দর দিন কাটাইতাম"
  • জহির রহমান ০৪/১১/২০১৩
    "বড্ড বদলে গেছো তুমি
    হয়তো আমিও বদলে গেছি
    সময়ের ব্যবধানে..."
    - অনেক সুন্দর লিখেছেন আপু।
    • ফাহমিদা ফাম্মী ০৫/১১/২০১৩
      :) ধন্যবাদ ভাইয়্যা :)
  • খুব ভালো লাগলো নষ্টালজিক কবিতা।
    • ফাহমিদা ফাম্মী ২৯/১০/২০১৩
      tnx ... :)
      • আপনাকে ও ধন্যবাদ।সময় হলে আমার আদুরী নামক কবিতা টি পড়বেন।আপনার মূল্যবান সমালোচনা আশাকরি।
  • আরজু নাসরিন পনি ২৯/১০/২০১৩
    হ্যাঁ, সময়ের ব্যবধানে মানুষগুলো বদলে যায়, কিন্তু ভালোবাসারা বদলায় না ।

    স্মৃতিময় লেখার সুন্দর প্রকাশ ।
    শুভেচ্ছা রইল ।।
 
Quantcast