তোমাকে আমার করে পাবো ভেবে
তোমাকে আমার করে পাবো ভেবে
শত সহস্র বৎসর আমি
তোমার অপেক্ষায় থাকবো,
তোমাকে আমার করে পাবো ভেবে
তোমার প্রতিক্ষায়
বিষণ্ণ রাতের অন্তরালে
নষ্টালজিক মন নিয়ে সুখের স্মৃতি খুঁজবো,
তোমাকে আমার করে পাবো ভেবে
মধ্যরাতে রং নম্বারে আসা টেলিফোনে
ঐ পাশের মানুষ টা তুমি ভেবে
আবেগ ভরা কণ্ঠে বলব হ্যালো ...।
তোমাকে আমার করে পাবো ভেবে
তোমার পছন্দের বিচ্ছিরি গান গুলো
বার বার করে শুনবো
শুধু তোমাকে আমার করে পাবো ভেবে
শত সহস্র কোটি বৎসর তোমার অপেক্ষায় থাকবো ......।।
ফাম্মী
০২/১০/২০১৩
শত সহস্র বৎসর আমি
তোমার অপেক্ষায় থাকবো,
তোমাকে আমার করে পাবো ভেবে
তোমার প্রতিক্ষায়
বিষণ্ণ রাতের অন্তরালে
নষ্টালজিক মন নিয়ে সুখের স্মৃতি খুঁজবো,
তোমাকে আমার করে পাবো ভেবে
মধ্যরাতে রং নম্বারে আসা টেলিফোনে
ঐ পাশের মানুষ টা তুমি ভেবে
আবেগ ভরা কণ্ঠে বলব হ্যালো ...।
তোমাকে আমার করে পাবো ভেবে
তোমার পছন্দের বিচ্ছিরি গান গুলো
বার বার করে শুনবো
শুধু তোমাকে আমার করে পাবো ভেবে
শত সহস্র কোটি বৎসর তোমার অপেক্ষায় থাকবো ......।।
ফাম্মী
০২/১০/২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৫/১১/২০১৩অসাধারন লেখনি। খুব ভাল লেগেছে
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৯/১০/২০১৩চমৎকার অনুভূতি র প্রকাশ হয়েছে কবিতা য়।ভালো লাগলো।সহমত ইসমাইল জসিম।
-
আরজু নাসরিন পনি ২৯/১০/২০১৩তোমাকে পাওয়ার জন্যে আমি হাজার বছর অপেক্ষা করতেও রাজি ।
... আশা জাগানিয়া লেখা...
অনেক সুন্দর ।
শুভকামনা রইল, ফাম্মী ।
'ফাম্মী' কি বাংলা শব্দ ? -
ইসমাইল জসীম ২৮/১০/২০১৩ফাম্মি আপনার কবিতায় আপনার যে মনের আকুতি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। কিনতু এক জায়গায় কেমন জানি বাধ্যবাধকতা প্রকাশ পেয়েছে আপনার লেখায় যখন আপনি বিচ্ছিরি গান গুলো বারবার শুনেন তার পছন্দের তাই। তার পরেও আপনার কবিতা আমার ভালো লেগেছে। অযাচিত মন্তব্য মনে হলে ক্ষমা চেয়ে নিচ্ছি।
-
আহমাদ সাজিদ ২৮/১০/২০১৩ভাল লাগল্...
-
সুমাইয়া বরকতউল্লাহ্ ২৮/১০/২০১৩মানুষ বাঁচে একশ বছর আর আপনি থাকবেন শত সহস্র বছর? থাকেন।
ভালো লেগেছে আপুনি। আরো লেখা চাই। ধন্যবাদ। -
ক্লান্ত প্রাণ এক ২৮/১০/২০১৩http://www.bangla-kobita.com/sirajazad/poem20131027124143/
-
জহির রহমান ২৮/১০/২০১৩আমি জানি আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে কখনোই পাবো না। আমাদের মিলন কখনই হবে না। এটা যেমন আমি জানি সেও জানে। কিন্তু তারপরও সব সময় অধীর আগ্রহে অপেক্ষায় থাকি- এই বুঝি তার ফোন এলো! আসেও। প্রায় তার সাথে কথায় কথায় রাত ভোর হয়ে যায়। যদিও আমি জানি হবে না- তারপরও এখনো বলি, 'আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো সময়ের পর সময়। জানি একদিন অসম্ভবের শিকল ভেঙ্গে তুমি আসবেই।'
- অনেক অনেক সুন্দর লিখেছেন ফাম্মী আপু। শুভেচ্ছা...