ভু কম্পন
আজ এক মস্ত
ভু কম্পন হবে
বিশ্ব কেঁপে উঠবে
আতংকে ভেঙ্গে যাবে
তোমাদের ঐ অহংকারের দম্ভ
দুমড়ে মুচড়ে পড়বে
তোমাদের অহমিকা
যাদেরকে তোমরা
মানুষ ভাবো না...।
ভাবো তো এরা মানুষ না,
এরা নষ্ট কিট ,
এরা তোমাদের পায়ের তলায়
বন্দী বাঘের মতো,
তবে ভেবো না সব সময়
এরা চুপ করেই থাকবে
আজ শিকল ভাঙবে
হারিয়ে যাওয়া মানবতা
আবার জেগে উঠবে
আজ মস্ত বড় এক
ভু কম্পন হবে......।।
ভু কম্পন হবে
বিশ্ব কেঁপে উঠবে
আতংকে ভেঙ্গে যাবে
তোমাদের ঐ অহংকারের দম্ভ
দুমড়ে মুচড়ে পড়বে
তোমাদের অহমিকা
যাদেরকে তোমরা
মানুষ ভাবো না...।
ভাবো তো এরা মানুষ না,
এরা নষ্ট কিট ,
এরা তোমাদের পায়ের তলায়
বন্দী বাঘের মতো,
তবে ভেবো না সব সময়
এরা চুপ করেই থাকবে
আজ শিকল ভাঙবে
হারিয়ে যাওয়া মানবতা
আবার জেগে উঠবে
আজ মস্ত বড় এক
ভু কম্পন হবে......।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৮/০১/২০১৫
-
শামসুল বাসিত শেরো ২৭/১০/২০১৩ভুকম্পন হোক বা না হোক,তোমার কবিতা একদিন কম্পন তুল্বেই
-
জহির রহমান ২৭/১০/২০১৩এই কম্পনটা কবে হবে?
খুব যে দরকার
দেশে দেশে হোক পতন
জালিম সরকার।
- ভাল লেগেছে ফাম্মীপু। -
আহমাদ সাজিদ ২৭/১০/২০১৩যত তাড়াতাড়ি সম্ভব কম্পনটা জরুরী। ধন্যবাদ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৭/১০/২০১৩চমৎকার মানবতার কথা ফুটে উঠেছে কবিতা য়।খুব ভালো লাগলো।
-
কবির ২৭/১০/২০১৩আজ কিন্তু মেসী গোল করে নাই,,, নেইমার গোল করসে
অসাধারন কবিতা
উদ্দীপনামূলক লেখা ভালাে লাগলো।