মৌনতা
বড় অবেলায় এলে তুমি
এলে এ কোন প্রভাতে
অপেক্ষা করতে করতে
অনেক আগেই অপেক্ষার
প্রহর গুটিয়ে নিয়েছি
নিজেই নিজেতে
তোমার ছুঁয়ে যাওয়া
এই হৃদয় ছুঁতে
কেউ পারেনি কখনো,
কখনো কেউ
নিতে পারেনি এই
হৃদয়ে বনবাস,
তবু আজ আমার
এই কঠিন রুদ্ধশ্বাস
হৃদয়ের ধারাপাত
বোঝোনি কখনো
হয়ত পারিনি বোঝাতে
পারোনি ভাঙ্গতে মৌনতা
দিয়েছ জ্বালা নিদারুন কষ্ট
হয়ত তুমি জানতে
নয়ত নিজের অজান্তে ......।
ফাম্মী২৯/০৯/২০১৩
এলে এ কোন প্রভাতে
অপেক্ষা করতে করতে
অনেক আগেই অপেক্ষার
প্রহর গুটিয়ে নিয়েছি
নিজেই নিজেতে
তোমার ছুঁয়ে যাওয়া
এই হৃদয় ছুঁতে
কেউ পারেনি কখনো,
কখনো কেউ
নিতে পারেনি এই
হৃদয়ে বনবাস,
তবু আজ আমার
এই কঠিন রুদ্ধশ্বাস
হৃদয়ের ধারাপাত
বোঝোনি কখনো
হয়ত পারিনি বোঝাতে
পারোনি ভাঙ্গতে মৌনতা
দিয়েছ জ্বালা নিদারুন কষ্ট
হয়ত তুমি জানতে
নয়ত নিজের অজান্তে ......।
ফাম্মী২৯/০৯/২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৮/০১/২০১৫
-
আরজু নাসরিন পনি ২৭/১০/২০১৩প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে আমি ক্লান্ত...
কবির অপেক্ষার অবসান হোক ।
শুভকামনা রইল ফাম্মী ।। -
দাদা মুহাইমিন চৌধূরী ২৬/১০/২০১৩খুব ভাল লেগেছে। কবিতার আসরে আছেন?
-
দূরবীণ ২৬/১০/২০১৩হাত মনে হয় খোলা, চালিয়ে যান, পালিযে যাবেননা।
ভালো লেখেছেন, ভালো লাগলো,, -
জহির রহমান ২৬/১০/২০১৩"বড় অবেলায় এলে তুমি
এলে কোন প্রভাতে..."
ভালো লেগেছে কবিতাটা। হৃদয় ছুঁয়ে গেছে।
শুভেচ্ছা কবি ফাম্মী! -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৬/১০/২০১৩ওয়াও চমৎকার! খুব ঝরঝরে একটি কবিতা।ভালো লাগলো।শুভকামনা আপনার জন্য।
কেনো এই মৌনতা আমাকে ঘিরে?
কেউ না জানুক..................................