www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নরপিশাচ

একটা পাহাড় দেখলাম
সবুজ নয়,নীল নয়
লাল পাহাড়...
টকটকে লাল
যেখানে পরে আছে
কোন তরুণীর আঁচলের টুকরো
যার পাশে গেলেই শোনা যায়
করুন চিৎকার ...।।
কোন নরধম কিছুক্ষণ আগেই
হয়ত নিয়ে গেলো
পৈশাচিক আনন্দ
ধিক্কার তোদের,
তোরা কাপুরুষ তোরা নরপিশাচ ...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নর পিশাচদের হোক পরাজয়...............
    সুন্দর লেখা আপনার।
  • এস,বি, (পিটুল) ২৮/০৪/২০১৪
    Apnar hater lekha khub valo.
  • সায়েম খান ৩০/১০/২০১৩
    হতেও পারে, আপনার কি আমাকে চেনা চেনা লাগছে@ফাহমিদা?
    • ফাহমিদা ফাম্মী ৩০/১০/২০১৩
      ফটোগ্রাফার সায়েম ভাই ?
      • সায়েম খান ৩১/১০/২০১৩
        দুঃখিত! আমি লেখক, ফটোগ্রাফার নই।
        • ফাহমিদা ফাম্মী ০২/১১/২০১৩
          তাহলে চিনতে পারিনি ... আমিও দুঃখিত
  • দূরবীণ ২৬/১০/২০১৩
    কবিতা নয় যেন, আগুনের ফুলকি, পড়ে মন চায় টানি দুই কলকি। ফাটাফাটি,,
  • খুব ভাল লেগেছে কবিতা।
    ...
  • প্রিয় শব্দাবলী ... স্বপ্নীল অক্ষরে ... হ্রদয়ে কাঁপন জাগায় ... প্রতিটি চরনে...! কবিতা'টি অতিচমৎকার...তাই পড়েছি বন্ধু শতবার।
  • opu ২৫/১০/২০১৩
    onek valo likso.......keep it up.....allah bless u........:)
    • ফাহমিদা ফাম্মী ২৫/১০/২০১৩
      tnx a lot :)
  • সায়েম খান ২৪/১০/২০১৩
    ভাল লাগলো,আপনার সাথে সুর মিলিয়ে আমিও ধিক্কার জানাই ওইসব নরপশুদের্।
  • আরজু নাসরিন পনি ২৪/১০/২০১৩
    কবিতা হিসেবে খুব ভালো লেগেছে ।

    কিন্তু সত্যিই...আর হতাশা ভালো লাগে না ...ভালো লাগে না শুনতে নারীর সম্ভ্রম হারানোর কথা, কষ্টে রক্তাক্ত হবার কথা ...মন খারাপ হয়ে যায় । অস্থির লাগে ।
    ভাবনার প্রকাশে অনেক শুভেচ্ছা রইল ।।
  • প্রবাসী পাঠক ২৩/১০/২০১৩
    ওরা পশুর চেয়ে অধম, ওরা পিশাচ ----- ধিক্কার ওদের।

    আর প্রত্যাশা করি ওই দিনের যেদিন আর কোন বোন সম্ভ্রম হারাবেনা , আর কোন কবিকে সম্ভ্রম হারানো নারীর জন্য কবিতা লিখতে হবেনা ।
  • আহমাদ সাজিদ ২৩/১০/২০১৩
    বাস্তবতায়; ভাল লাগল
  • ফাহমিদা ফাম্মী ২৩/১০/২০১৩
    ধন্যবাদ :)
  • চমৎকার উপস্থাপন।খুবই করুন একটি ভাবনা।হৃদয় ছুঁইয়ে গেল।
  • ভাল লাগল
 
Quantcast