www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এখন রোহিঙ্গা ইস্যুতে আমাদের করণীয়


আমরা যুদ্ধ চাইনা শান্তি চাই, পৃথিবীর কোন প্রান্তেই যুদ্ধ নয়, মানুষ শান্তিতে থাকুক এই আমাদের প্রত্যাশা। অতি আবেগে পরে বাংলাদেশের কখনো কোন ভাবেই যুদ্ধে জড়িয়ে পরা উচিৎ হবে না। শান্তি পূর্ণ সমাধান খুঁজে বের করতে হবে।
বারবার মিয়ানমারের যুদ্ধ বিমান বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে উস্কানি দিয়ে যাচ্ছে। আর যদি কখনো যুদ্ধ লেগেই যায় তা হলে দেশ প্রেমিক হিসেবে ঘরে বসে থাকা যাবে না যুদ্ধের ময়দানে ঝাপিয়ে পড়তে হবে।
দেখা যাক বাংলাদেশ আর মিয়ানমার এর মধ্যে সব দিক দিয়ে কতোটা ব্যবধান- বাংলাদেশ থেকে ৫ গুণ আয়তনে বড় মিয়ানমারের মোট আয়তন ৬৭৬,৫৫২ বর্গকিলোমিটার। চাষ যৌগ্য সমভূমিগুলি অত্যন্ত উর্বর এবং দেশের সবচেয়ে অর্থনৈতিক গুরুত্ববিশিষ্ট অঞ্চল। এদের মোট আয়তন প্রায় ৪৭,০০০ বর্গকিলোমিটার। মূল্যবান সেগুন ও বিষুবীয় গাছপালায় ভরা বন মিয়ানমারের শতকরা ৪৯ ভাগের বেশি এলাকা জুড়ে রয়েছে। অন্যান্য গাছের মধ্যে রাবার, বাবলা, বাঁশ, ম্যানগ্রোভ, নারিকেল উল্লেখযোগ্য। উত্তরাঞ্চলে ওক, পাইন ইত্যাদি রয়েছে বিপুল পরিমাণে।
২০১৫ সালের আদমশুমারি হিসেবে জনসংখ্যা ৬ কোটি যা ১৯৮৩ সালে ৩ কোটি ৩২ লাখ ছিল। মোট দেশজ উৎপাদন (ক্রয় ক্ষমতা সমতা) GDP (PPP) ৯৩.৭৭ বিলিয়ন (বিশ্বের ৫৯ তম) মাথা পিছু আয় ৳১,৬৯১ (১৫০ তম) যেখানে বাংলাদেশ ৳৬৮৬.৫৯৮ বিলিয়ন (বিশ্বের ৩৩ তম) মাথা পিছু আয় ৳৪,২০৭ (১৩৯ তম) মিয়ানমারের সশস্ত্র বাহিনীর টাটমাডো বা দ্য মিলিটারি অব মিয়ানমার পুরোপুরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত হয়। এই সশস্ত্র বাহিনীর সহযোগী বাহিনী আবার দুটি। একটির নাম মিয়ানমার পুলিশ ফোর্স। অন্যটি পিপলস মিলিশিয়া ইউনিটস অ্যান্ড ফ্রন্টিয়ার ফোর্স, স্থানীয়ভাবে যেটি ‘নাসাকা’ নামেই পরিচিত। পুলিশ ফোর্স দেশের ভেতরের আইনশৃঙ্খলা দেখা-শোনা করলেও নাসাকা মিয়ানমারের সীমান্ত প্রহরার কাজে নিয়োজিত।
• সব বাহিনী মিলিয়ে মিয়ানমারের মোট সৈন্য সংখ্যা পাঁচ লাখ ৬৪ হাজার। এর মধ্যে চার লাখ ৯২ হাজারই সশস্ত্র বাহিনীর সদস্য। সৈন্য সংখ্যায় মিয়ানমার বিশ্বে নবম।
• বর্তমানে বাংলাদেশে সেনা বাহিনীর সামর্থ্য প্রায় ৩ লক্ষ সদস্য। নৌবাহিনী বর্তমানে প্রায় ২৪০০০ নৌ সেনা (কর্মকর্তাসহ) এবং প্রায় ছোট-বড় ১১০ টি জাহাজের বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনীতে ১৭,০০০ সদস্য কর্মরত আছেন, যাদের মধ্যে বৈমানিক আছেন ৩৫০০ বিজিবির বর্তমান সদস্য সংখ্যা ৪৫,১৬৮ জন সব মিলিয়ে বাংলাদেশ সমর বাহিনীর সদস্য সংখ্যা- ৩ লাখ ৮৬ হাজার ১৬৮ জন (৩৮৬১৬৮)
• পুলিশ সর্বমোট ১ লাক্ষ ৭৭ হাজার জন কর্মকর্তা ও সদস্য ।
সৈন্য সংখ্যা এবং অস্ত্র বিচারে বাংলাদেশ থেকে মিয়ানমার এগিয়ে থাকলেও যুদ্ধ জ্ঞান, অভিজ্ঞতা, রণকৌশল এই সব দিক দিয়ে বাংলাদেশ মিয়ানমার থেকে অনেকটা এগিয়ে। তার জ্বলন্ত প্রমান ২০০০ সালে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল আ ল মফজলুর রহমানের নেতৃত্বে ২৫,০০০ (পঁচিশ হাজার) মিয়ানমারের সৈন্যের বিরুদ্ধে ২৫০০ (আড়াই হাজার) বাংলাদেশী বিডিআর BDR এর নাফ যুদ্ধ জয়।

বাংলাদেশের করণীয়-
•বহির্বিশ্বে জনমত গড়ে তোলতে হবে।
• চিন ভারতকে নিয়ে এক টেবিলে বসতে হবে
• মুসলিম দেশ গুলোর উপর চাপ সৃষ্টি করতে হবে।
• এই প্রযর্ন্ত যারা শরনার্থী হয়ে বাংলাদেশে এসে গেছে তাদের ভরণপোষণ স্বাস্থ্য, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, ধনী দেশ গুলো থেকে তাদের জন্য সাহায্যের ব্যবস্থা করতে হবে।
• সকল রাজনীতি দল মিলে এক সাথে কাজ করতে হবে, তবেই এই সমস্যার কিছুটা উপায় বাহির করা যাবে।
• জাতীসংঘের মাধ্যমে শরনার্থীদের তাদের দেশে প্রেরণ করার ব্যবস্থা করতে বিশ্ব সম্পদায়কে দিয়ে মিয়ানমার সরকারে উপর চাপ সৃষ্টি করতে হবে।
• পাকিস্তান ভিত্তিক কিছু জঙ্গি সংগঠন মিয়ানমারে ঢুকার চেষ্টা করতেছে বা ঢুকেছে, এই ব্যপারে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে, যেন বাংলাদেশ থেকে কোন গ্রুপ এমন কাজ না করতে পারে।
শরনার্থী হয়ে আসা রোহিঙ্গাদের তাদের নিজ বাসভূমে ফিরিয়ে দেয়ার জন্য আলোচনা ছাড়া কোন ভাবেই সম্ভব নয়।

আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কারণে অনেক বছর ধরে মিয়ানমারে কোন প্রকার বিদেশি বিনোয়োগ হয়নি এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বিদেশি বিনিয়োগ আসতেছে আর বাংলাদেশের জন্য বিশাল একটা বাজার সৃষ্টি হচ্ছিল, বাংলাদেশী প্রচুর ব্যবসায়ী মিয়ানমারে নিজেদের ব্যবসা প্রটিষ্ঠান গড়ে তোলেছেন, আর অনেক গুলো বহুতল বিল্ডিং তৈরি হবে, মিয়ানমারের মাত্র ৬ কোটি জনগণ তাই এখানে প্রচুর নির্মাণ শ্রমিক প্রয়োজন পরবে, বাংলাদেশ সেই সুযোগটা কাজে লাগাতে পারতো, বর্তমানে এই গণহত্যা এবং এই চরম পরিণতি কারণে এই বিশাল খাতটি ভারতীয়দের দখলে চলে যাচ্ছে।
মিয়ানমারের সাথে প্রতিবেশি হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে বাংলাদেশকে তার সুফল তুলতে চেষ্টা করা উচিৎ।

রোহিঙ্গা ইস্যু নিয়ে আগের পোস্ট গুলো-
১ম পোস্ট-
http://www.tarunyo.com/faizbd1/blog/post20170910080624/
২য় পোস্ট-
http://www.tarunyo.com/faizbd1/blog/post20170911040913/
৩য় পোস্ট-
http://www.tarunyo.com/faizbd1/blog/post20170914080408/
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ১২৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবুল খায়ের ০৩/১০/২০১৭
    প্রিয় কবি, মানবতা বিপর্যস্ত ; দারুন....লিখেছেন
  • আপনার ভাবনাকে সমর্থন জানাই।
  • আবুল খায়ের ২৬/০৯/২০১৭
    নিদারুন ঘটনা !
    লেখাটা ভালো লেগেছে
  • রোহিঙ্গা সমস্যা এতোদ্রুত সমাধান হবে বলে মনে হয়না।
  • সমির প্রামাণিক ২৪/০৯/২০১৭
    অত্যন্ত সুন্দরভাবে -অনেক শ্রম আর আবেগে বুদ্ধিদীপ্ত লেখনী যা হৃদয়কে ছুঁয়ে যায়। পূর্ণ সমর্থন জানাই এমন সুন্দর একটি ভাবনার। লেখককে জানাই অনেক অনেক শুভকামনা।
  • আজাদ আলী ২৪/০৯/২০১৭
    Continue.
 
Quantcast