তুমি বাংলাদেশে যাও বেঁচে না থাকলে জান্নাতে আমাদের দেখা হবে
গতকাল একটি ভিডিও দেখলাম একটি সাপ অন্য একটি জীবন্ত সাপকে খেয়ে ফেলছে,
সে দৃশটা কতোটা ভয়ানক সব হৃদয় তা অনুভব করতে পারেনা, টিভির সামনে বসে চা, কপি খেতে খেতে দেখি বাঘ- হরিণকে দৌরে ধরে খেয়ে ফেলছে, এই প্রকৃতির নিয়ম।
কিন্তু একজন মানুষ অন্য এক জন মানুষকে হত্যা করছে এটা তো প্রকৃতির নিয়ম নয়। নিশ্চয় সব সমস্যার শান্তিপূর্ণ সমাধার আছে আমরা চাই রোহিঙ্গা সমস্যাটার শান্তিপূর্ন সমাধান হউক। আর চাই না একটি প্রাণ পৃথিবীর বুক থেকে ঝরে যাক।
এএফপি আয়েশা বেগম নামে এক গর্ভবতী নারীর সাক্ষাৎকার নিয়েছে। তিনি এখন বাংলাদেশে একটি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। আয়েশা বলেন, ক’দিনের মধ্যেই তিনি তার সন্তানের জন্ম দেবেন। কিন্তু এসময়টি স্বামী কাছে না পেয়ে তার খারাপ লাগছে না। কারণ তার স্বামী তাদের সাথে পালিয়ে না এসে আরাকানে থেকে গেছেন সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য।
চোখের পানি ফেলতে ফেলতে আয়শা তার স্বামীর ব্যাপারে বলেন, সে আমাদেরকে (স্ত্রী-সন্তান) নাফ নদীর পাড়ে এনে দিয়ে গেছে। বিদায় জানানোর সময় সে বলেছে, “যদি আমি বেঁচে থাকি তাহলে শিগগরিই তোমাদের সাথে স্বাধীন আরাকানে দেখা হবে। আর বেঁচে না থাকলে আমাদের দেখা হবে জান্নাতে।“
(সংগৃহীত)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিদ্রোহী শিহাব ০৩/০৯/২০১৭সত্যি নির্মম ও নৃশংস কাহিনীর জন্ম দিয়েছে কথিত শান্তির দূত সুচি....
-
ধ্রুবক ০১/০৯/২০১৭অসংখ্য ধন্যবাদ লেখাটির জন্য। অজ্ঞাত এক নির্মম বাস্তবকে তুলে ধরেছেন।
-
মোনালিসা ০১/০৯/২০১৭কষ্ট লাগে
-
আব্দুল হক ৩১/০৮/২০১৭মর্মান্তিক!!