সময়ের বহুল আলোচিত বিষয়
“কোরবানি না করে অর্থটা বন্যার্তদের সাহায্য করার আহ্বান”।
আমি বুঝি না, দুইটা জিনিজ কেন এক করে ফেলছেন! দুইটাই নিজের মন থেকে করতে হবে, কোন জোর বা লোক দেখানোর জন্য নয়, যিনি কোরবানি দিতে পারবেন তিনি বন্যার্তদের সাহায্য করার সামর্থ রাখেন, কোরবানি না করে কেন সাহায্য করা ? কোরবানি করেও তো সাহায্য করা যায়, অন্য বছর বড় পশু দিয়ে কোরবানি দিয়েছেন এবার ছোট পশু দিয়ে কোরবানি দেন, অন্য ঈদে প্রচুর খরচ করেছেন এবার খরচের মাত্রাটা কমিয়ে দিন বন্ধ করুন কোরবানির নামে আড়ম্বরপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, বিলাসিতা এবং অপচয়। (ইসলাম সবসময় অনাড়ম্বরপূর্ণ ধর্মীয় রীতিনীতি পালনে উৎসাহিত করেছে) আর বেঁচে যাওয়া অর্থের সাথে আরও কিছু অর্থ দিয়ে সাহায্য করুন, মন থেকে করুন। অনলাইনে ছবি, দু-কলম পোস্ট দেয়ার জন্য নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনালিসা ২১/০৮/২০১৭ভাল
-
কামরুজ্জামান সাদ ২০/০৮/২০১৭ভাবনাটা চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৮/২০১৭সকলের মাঝে সৎচিন্তা জাগ্রত হোক।
-
মোনালিসা ১৯/০৮/২০১৭ভাল