ধর্ম বিশ্বাস
তোমার ধর্ম, তোমার বিশ্বাস
আমি দেব না বাধা,
আমার ধর্ম, আমার বিশ্বাসে
তুমি দিওনা কাদা।
তোমার মত, তোমার পৃথিবী
যেমন করে চলে,
আমার আমি, ভাবনা আমার
তোমার কেন জ্বলে।
তুমি বল যা, তা মানতে হবে
এমন কেন ভাব,
বলার আছে, আমারও কিছু
বলতে আমি চাব।
শোনতে যদি, তুমি না চাও
আমি কেন শোনবো,
যুক্তি দেয়ার লোক কতো শত
মানার লোক না পাবো।
তোমার মতো করে থাক তুমি
আমায় না ডাক,
আমার মতো আমি আছি বেশ
আমায় দূরে রাখ।
দাম্মাম, রবিবার
১৪ জ্যৈষ্ঠ ১৪২৪, ২৮ মে ২০১৭
আমি দেব না বাধা,
আমার ধর্ম, আমার বিশ্বাসে
তুমি দিওনা কাদা।
তোমার মত, তোমার পৃথিবী
যেমন করে চলে,
আমার আমি, ভাবনা আমার
তোমার কেন জ্বলে।
তুমি বল যা, তা মানতে হবে
এমন কেন ভাব,
বলার আছে, আমারও কিছু
বলতে আমি চাব।
শোনতে যদি, তুমি না চাও
আমি কেন শোনবো,
যুক্তি দেয়ার লোক কতো শত
মানার লোক না পাবো।
তোমার মতো করে থাক তুমি
আমায় না ডাক,
আমার মতো আমি আছি বেশ
আমায় দূরে রাখ।
দাম্মাম, রবিবার
১৪ জ্যৈষ্ঠ ১৪২৪, ২৮ মে ২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম,এ,মতিন ০৬/০৬/২০১৭
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/০৫/২০১৭ভালো।
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ৩০/০৫/২০১৭বেশ
অনাগত দিনগুলির সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।