ভার্চুয়াল দুনিয়া
পিতা-মাতা, ভাই-বোন চারজন মিলে শিক্ষিত সুখি পরিবার, সবাই ভার্চুয়াল রোগে আসক্ত ফেসবুক, টুইটার, ওয়াস্আপ, ইন্সটাগ্রাম সব কিছুতেই এক্টিব থাকে, প্রত্যেকেরই ২/৩ টা করে আইডি নামে, ছদ্মনামে, একদিন ভুল করে ছেলে আর ফেসবুক আইডি লগ আউট করতে ভুলে গেছে। পিতা-মাতা ঘরে এসে দেখে ছেলের আইডিতে অনেক মেসেস এসে রয়েছে মাউসে হাত রেখেই অবাক হয়ে যায়, মা দেখে এই আইডি থেকে উনাকে অনেক মেসেস করা হয়েছে, তখন মেয়ে (ছেলেটির বোন) উপস্থিত হয়ে যায়, সেও দেখে “থ হয়ে যায়” “আরে এই আইডি থেকে তো আমাকে অনেক মেসেস করা হতো”।
টীকাঃ- ভার্চুয়াল দুনিয়ায় নিজের নামেই আইডি থাকা ভাল, আর ছদ্মনাম না থাকাই উচিৎ।:(
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম,এ,মতিন ০৬/০৬/২০১৭
-
অর্চিষ্মান ১০/০৮/২০১৬ভালো লিখেছো তুমি।
-
মোনালিসা ০৮/০৮/২০১৬Its a Bad User.
প্রাণ থেকে সহমত।